অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ায় গত তিন দিনে ৮ লাখ ২০ হাজার ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন। আজ রোববার জ্বর নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছ বার্তা সংস্থা এএফপি।
গত বৃহস্পতিবার করোনায় প্রথম মৃত্যু নিশ্চিত করার পর দেশব্যাপী লকডাউনের আদেশ দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, করোনার প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায় ‘‘মহা বিপর্যয়’’ সৃষ্টি করেছে।
কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার সব প্রদেশ, শহর ও কাউন্টিগুলো সম্পূর্ণরূপে লকডাউন করা হয়েছে। অফিস, কারখানা এবং আবাসিক এলাকাগুলোতেও পারস্পরিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার নাগরিকদের টিকা দেওয়া হয়নি। এ অবস্থায় ‘সর্বোচ্চ জরুরি কোয়ারেন্টাইন ব্যবস্থা’ কঠোরভাবে মানার মাধ্যমে সংক্রমণের দ্রুত বিস্তার রোধ করার চেষ্টা করা হচ্ছে। তার পরও উত্তর কোরিয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার দুই বছর পর গত বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় উত্তর কোরিয়া সরকার।
এরপর দেশজুড়ে লকডাউন জারি করা হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার স্বাস্থ্য সেবাব্যবস্থা অত্যন্ত নাজুক এবং বিশ্বের অন্যতম খারাপ স্বাস্থ্য সেবাব্যবস্থার একটি। দেশটিতে করোনার টিকা নেই, দ্রুত সংক্রমিত রোগের চিকিৎসার পর্যাপ্ত ওষুধ নেই এবং করোনার গণপরীক্ষার সক্ষমতা নেই।
এর আগে চীনের করোনার টিকার প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্প প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। নতুন করে চীন ও দক্ষিণ কোরিয়া করোনার টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়ার কাছে।
উত্তর কোরিয়ায় গত তিন দিনে ৮ লাখ ২০ হাজার ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন। আজ রোববার জ্বর নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছ বার্তা সংস্থা এএফপি।
গত বৃহস্পতিবার করোনায় প্রথম মৃত্যু নিশ্চিত করার পর দেশব্যাপী লকডাউনের আদেশ দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, করোনার প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায় ‘‘মহা বিপর্যয়’’ সৃষ্টি করেছে।
কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার সব প্রদেশ, শহর ও কাউন্টিগুলো সম্পূর্ণরূপে লকডাউন করা হয়েছে। অফিস, কারখানা এবং আবাসিক এলাকাগুলোতেও পারস্পরিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার নাগরিকদের টিকা দেওয়া হয়নি। এ অবস্থায় ‘সর্বোচ্চ জরুরি কোয়ারেন্টাইন ব্যবস্থা’ কঠোরভাবে মানার মাধ্যমে সংক্রমণের দ্রুত বিস্তার রোধ করার চেষ্টা করা হচ্ছে। তার পরও উত্তর কোরিয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার দুই বছর পর গত বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় উত্তর কোরিয়া সরকার।
এরপর দেশজুড়ে লকডাউন জারি করা হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার স্বাস্থ্য সেবাব্যবস্থা অত্যন্ত নাজুক এবং বিশ্বের অন্যতম খারাপ স্বাস্থ্য সেবাব্যবস্থার একটি। দেশটিতে করোনার টিকা নেই, দ্রুত সংক্রমিত রোগের চিকিৎসার পর্যাপ্ত ওষুধ নেই এবং করোনার গণপরীক্ষার সক্ষমতা নেই।
এর আগে চীনের করোনার টিকার প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্প প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। নতুন করে চীন ও দক্ষিণ কোরিয়া করোনার টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়ার কাছে।
যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
১ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৪ ঘণ্টা আগে