চীনে ভারী বৃষ্টিপাতে বন্যা, ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬: ৫৫
Thumbnail image

চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরও চারজন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। আজ বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া চারজন এখনো নিখোঁজ রয়েছে। 

গত বুধবারের ওই প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং। 

আদেশে প্রেসিডেন্ট সি বলেন, বন্যা মোকাবিলায় সব স্তরের কর্মকর্তাদের কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করতে হবে। 

এদিকে বন্যায় বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় শ্রমিকেরা জানান, চংকিংয়ের উপকণ্ঠে বন্যার স্রোতে সেতু ভেঙে পড়তে দেখেছেন তাঁরা। 

প্রতিবেশী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃষ্টির কারণে প্রায় ৮৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত