অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক রাজনীতি এবং সার্বিক পরিস্থিতি পরিবর্তনের নতুন দৃশ্যপটকে পর্যবেক্ষণ করছে চীন ও রাশিয়া। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার এক বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের আনহুই প্রদেশে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘নতুন যুগে চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
বৈঠকের পর এক বিবৃতিতে ওয়াং ই—রাশিয়া ও ইউক্রেনের প্রতি ‘সমস্যা কাটিয়ে ও শান্তি আলোচনা অব্যাহত রাখা’র পাশাপাশি ‘বড় ধরনের মানবিক সংকট রোধে রাশিয়া এবং অন্যান্য পক্ষের প্রচেষ্টার প্রতি’ চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতিতে ওয়াং ই বলেন, ‘দীর্ঘ মেয়াদে, আমাদের ইউক্রেন সংকট থেকে শিক্ষা নেওয়া উচিত—পারস্পরিক শ্রদ্ধা এবং নিরাপত্তার অবিভাজ্যতার নীতির ভিত্তিতে সব পক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগের প্রতি সংশ্লিষ্টদের সাড়া দেওয়া উচিত। সংলাপ এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্য গড়ে তোলা উচিত।’
বিশেষজ্ঞদের ধারণা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় চীন নিজস্ব পথেই হাঁটছে এবং আগ্রাসনের পর থেকে ইউক্রেনে যা ঘটছে তাতে চীনা রাষ্ট্রপতি উদ্বিগ্ন হলেও তাতে চীন রাশিয়ার ওপর থেকে তার সমর্থন সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে এমন ইঙ্গিত খুব কমই ছিল। তবে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব রাশিয়ার সাহায্যের অনুরোধে কীভাবে সাড়া দেবে সে বিষয়ে একমত নয় বলেও একটি সূত্র জানিয়েছে।
এ দিকে এই বিষয়ে দুই মার্কিন কর্মকর্তার অভিমত, অর্থনৈতিক অবরোধ এড়াতে চীনের ইচ্ছা থাকা সত্ত্বেও রাশিয়াকে খুব বেশি সাহায্য করার সাহস দেখাবে না।
আন্তর্জাতিক রাজনীতি এবং সার্বিক পরিস্থিতি পরিবর্তনের নতুন দৃশ্যপটকে পর্যবেক্ষণ করছে চীন ও রাশিয়া। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার এক বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের আনহুই প্রদেশে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘নতুন যুগে চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
বৈঠকের পর এক বিবৃতিতে ওয়াং ই—রাশিয়া ও ইউক্রেনের প্রতি ‘সমস্যা কাটিয়ে ও শান্তি আলোচনা অব্যাহত রাখা’র পাশাপাশি ‘বড় ধরনের মানবিক সংকট রোধে রাশিয়া এবং অন্যান্য পক্ষের প্রচেষ্টার প্রতি’ চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতিতে ওয়াং ই বলেন, ‘দীর্ঘ মেয়াদে, আমাদের ইউক্রেন সংকট থেকে শিক্ষা নেওয়া উচিত—পারস্পরিক শ্রদ্ধা এবং নিরাপত্তার অবিভাজ্যতার নীতির ভিত্তিতে সব পক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগের প্রতি সংশ্লিষ্টদের সাড়া দেওয়া উচিত। সংলাপ এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্য গড়ে তোলা উচিত।’
বিশেষজ্ঞদের ধারণা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় চীন নিজস্ব পথেই হাঁটছে এবং আগ্রাসনের পর থেকে ইউক্রেনে যা ঘটছে তাতে চীনা রাষ্ট্রপতি উদ্বিগ্ন হলেও তাতে চীন রাশিয়ার ওপর থেকে তার সমর্থন সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে এমন ইঙ্গিত খুব কমই ছিল। তবে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব রাশিয়ার সাহায্যের অনুরোধে কীভাবে সাড়া দেবে সে বিষয়ে একমত নয় বলেও একটি সূত্র জানিয়েছে।
এ দিকে এই বিষয়ে দুই মার্কিন কর্মকর্তার অভিমত, অর্থনৈতিক অবরোধ এড়াতে চীনের ইচ্ছা থাকা সত্ত্বেও রাশিয়াকে খুব বেশি সাহায্য করার সাহস দেখাবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পুরোনো নিষেধাজ্ঞাগুলোকে পুনর্বহাল করার পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এবারও তিনি আরব ও মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছেন। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাঁর জারি করা একটি আদেশ থেকে এ ধরনের
৮ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষার নাম করে অস্ত্র-অর্থ—সবই দিয়েছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের দুই টেক জায়ান্টের নাম এল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই হামলায় ইসরায়েলকে সাহায্য করেছে মাইক্রোসফট ও গুগল।
৮ ঘণ্টা আগেশ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, দেশটিতে প্রস্তাবিত ৩৭০ কোটি ডলারের তেল শোধনাগার দ্রুত বাস্তবায়নের জন্য চীনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সিনোপেকের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই শোধনাগারটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হামবানটোটায় নির্মিত হবে।
১০ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে...
১২ ঘণ্টা আগে