অনলাইন ডেস্ক
হংকং বিমানবন্দরে ট্রাক থেকে চলন্ত বিমানের সামনে পড়ে গিয়ে এক কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। হংকং বিমানবন্দরে এমন দুর্ঘটনা বিরল। ৩৪ বছর বয়স্ক ওই কর্মী জর্ডানের নাগরিক। তাঁর নাম এখনো জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হংকং পুলিশ জানিয়েছে, ৩৪ বছরের ওই কর্মী দুই সিটের একটি ট্রাকে করে রানওয়ে ধরে যাচ্ছিল। তিনি চালকের পাশের সিটে বসে ছিলেন। বেপরোয়া গাড়ি চালানোর ফলে ওই ব্যক্তি গাড়ি থেকে চলন্ত একটি বিমানের সামনে পড়ে যান। সে সময় বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল।
আজ মঙ্গলবার সকালের দিকে বিমানবন্দরের জরুরি বিভাগের কর্মীরা ওই ব্যক্তিকে ট্যাক্সিওয়েতে পড়ে থাকতে দেখেন গুরুতর আহত অবস্থায়। পরে সেখানে চিকিৎসক ডেকে আনা হলেও ঘটনাস্থলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জর্ডানের নাগরিক ওই ব্যক্তি চীনা এয়ারক্রাফট সার্ভিসেসের গ্রাউন্ড সাপোর্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের কর্মী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, সন্দেহ করা হচ্ছে, গাড়িতে থাকা কর্মী দুজন সিট বেল্ট না বেঁধেই চালাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সী গাড়িচালককে বিপজ্জনক ড্রাইভিংয়ের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
হংকং বিমানবন্দরে ট্রাক থেকে চলন্ত বিমানের সামনে পড়ে গিয়ে এক কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। হংকং বিমানবন্দরে এমন দুর্ঘটনা বিরল। ৩৪ বছর বয়স্ক ওই কর্মী জর্ডানের নাগরিক। তাঁর নাম এখনো জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হংকং পুলিশ জানিয়েছে, ৩৪ বছরের ওই কর্মী দুই সিটের একটি ট্রাকে করে রানওয়ে ধরে যাচ্ছিল। তিনি চালকের পাশের সিটে বসে ছিলেন। বেপরোয়া গাড়ি চালানোর ফলে ওই ব্যক্তি গাড়ি থেকে চলন্ত একটি বিমানের সামনে পড়ে যান। সে সময় বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল।
আজ মঙ্গলবার সকালের দিকে বিমানবন্দরের জরুরি বিভাগের কর্মীরা ওই ব্যক্তিকে ট্যাক্সিওয়েতে পড়ে থাকতে দেখেন গুরুতর আহত অবস্থায়। পরে সেখানে চিকিৎসক ডেকে আনা হলেও ঘটনাস্থলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জর্ডানের নাগরিক ওই ব্যক্তি চীনা এয়ারক্রাফট সার্ভিসেসের গ্রাউন্ড সাপোর্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের কর্মী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, সন্দেহ করা হচ্ছে, গাড়িতে থাকা কর্মী দুজন সিট বেল্ট না বেঁধেই চালাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সী গাড়িচালককে বিপজ্জনক ড্রাইভিংয়ের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো সময় দেখা করতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনার টেবিলে না আসেন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশ জারি করে অভিবাসীদের ওপর খড়গহস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর গৃহীত সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের অবস্থানরত অনেক ভারতীয়র ওপর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুমান করা হচ্ছে, প্রায় ১৮ হাজার
১ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সরকারি পুরুষ কর্মচারীদের জন্য বহুবিবাহ নিয়ে একটি সাম্প্রতিক ডিক্রি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তবে সমালোচকেরা বহুবিবাহকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। কারণ তারা মনে করেন, এটি নারীদের প্রতি বৈষম্যমূলক এবং ক্ষতিকর।
১০ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে রেজোলিউট ডেস্কে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করছিলেন, তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ট্রাম্প রেজোলিউট ডেস্কের ড্রয়ার খুলে তাঁর পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি চিঠি খুঁজে পান। চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল ‘৪৭’।
১১ ঘণ্টা আগে