অনলাইন ডেস্ক
চীনের কেন্দ্রীয় ব্যাংকের (পিবিওসি) সাবেক গভর্নর ইয়াই গাং তার পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে বিশ্বব্যাপী ডিজিটাল ইউয়ানের ব্যবহার নিয়ে দুটি সেমিনার করেছেন। এই দুই সেমিনারে বক্তব্যকালে তিনি ইউয়ানকে ‘বিশ্বব্যাপী অগ্রগণ্য’ বলে ভূয়সী প্রশংসা করেছেন। তুলে ধরেছেন ডিজিটাল ইউয়ানের সম্ভাবনা নিয়ে নানা দিক। সাউথ মর্নিং চায়না এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৬৫ বছর বয়সী ইয়াই গ্যাং গত মাসের শেষে পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নরের দায়িত্ব থেকে অবসর নেন। বর্তমানে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ৬০ বছর বয়সী প্যান গংশেং।
বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে গত ৫ জুলাই রুদ্ধদ্বার ওই সেমিনার দুটিতে বক্তব্য দেন ইয়াই। গত বৃহস্পতিবার ওই বক্তব্যর প্রতিলিপি প্রকাশিত হয়েছে। প্রতিলিপি অনুসারে তিনি বলেছেন, ‘ডিজিটাল ইউয়ান খুচরা পরিশোধের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি চাকরি হারানো কর্মীদের বেতন পরিশোধ, দক্ষতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের অগ্রগতিকে উন্নত করে।’
ইয়াই আরও বলেন, ‘চীনের ডিজিটাল মুদ্রা ই-সিএনওয়াই নামে পরিচিত। এটি অভ্যন্তরীণ খুচরা আদান-প্রদান, বিদেশি ভ্রমণকারীদের অর্থ খরচ ও আন্তর্জাতিক বাণিজ্যর ক্ষেত্রেও ব্যবহৃত হয়।’
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে ইয়াইয়ের সবচেয়ে বড় ভূমিকা বলা হচ্ছে ডিজিটাল ইউয়ানকে টেকসই অর্থনীতির (গ্রিন ফাইন্যান্স) সঙ্গে খাপ খাওয়ানো। পাশাপাশি তিনি করোনা ভাইরাস সময়ের অর্থনীতি সামাল দেওয়া, আর্থিক ঝুঁকি প্রতিরোধ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও কাজ করেছেন।
ইয়াই এখন চাইনিজ সোসাইটি ফর ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের সভাপতি ও সরকারী উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের একজন উপপরিচালক।
এদিকে পিবিওসির নতুন গভর্নর প্যান এই সপ্তাহে এক সম্মেলনে অঙ্গীকার করেছেন, কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ইউয়ানের গবেষণা এবং পরীক্ষা চালিয়ে যাবে। পাশাপাশি আর্থিক অবকাঠামো এবং পরিষেবাগুলোকেও উন্নত করবে।
বড় অর্থনীতির দেশগুলোর মধ্য ডিজিটাল মুদ্রা নিয়ে গবেষণায় চীনের কেন্দ্রীয় ব্যাংকই প্রথম। ২০১৬ সালে পিবিওসির অধীনে একটি চার্টার্ড গবেষণা ইনস্টিটিউট গঠিত হয়। এর পরে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক এবং মার্কিন ফেডারেল রিজার্ভের এ নিয়ে কাজ শুরু করে।
পিবিওসি একটি দ্বি-স্তরের কেন্দ্রীভূত ‘ডিজিটাল ইউয়ান’ ডিজাইন করেছে। এটি প্রাথমিকভাবে খুচরা অর্থপ্রদানের জন্য ব্যবহৃত হয়। কার্যকরিতা যাচাইয়ে পরীক্ষামূলকভাবে ১৭টি প্রদেশে এটি পরিচালিত হয়।
ইয়াই বলেন, বিশ্ব বাজারে চীনা ইউয়ানের ব্যবহার নিয়ে রয়েছে নানা উদ্বেগ। ফলে এটি গোপনীয়তা বজায় রাখতে ও বিনিময় সহজ করতে বেনামী আদান-প্রদানও করেছে। ডিজিটাল ইউয়ান ভ্যালু ফাংশানও কমাতে চায়। কেননা এটি অন্যান্য সমস্যা তৈরি করবে পরবর্তীতে। পিবিওসি ডিজিটাল ইউয়ানের আন্তর্জাতিক ব্যবহারে অর্থনৈতিক সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেবে দক্ষতা বৃদ্ধি এবং খরচ কমানোর লক্ষ্যে।
এ বছরের মার্চ পর্যন্ত চীন ৮৯১ দশমিক ৮৬ বিলিয়ন ইউয়ান (১২৪ বিলিয়ন ডলার) লেনদেন করেছে। এর মধ্য ডিজিটাল ইউয়ান ছিল ৭৫০ মিলিয়ন ডিজিটাল ইউয়ান। ডিজিটাল ইউয়ান অ্যাপের মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ই-ওয়ালেটও খোলা হয়েছে। যার মোট ব্যালেন্স ৮ দশমিক ৬৭ বিলিয়ন ইউয়ান।
গত ১৯ ইয়াই জুলাই সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত একটি বক্তৃতায় বলেছিলেন, ‘ই-সিএনওয়াইয়ের প্রচার বাজারমুখী হওয়া উচিত, প্রশাসনিক আদেশে নয়। ই-সিএনওয়াই ও নগদ অর্থ দীর্ঘদিন সমান্তরালভাবে চলবে। যতক্ষণ পর্যন্ত নগদ অর্থের চাহিদা থাকবে ততক্ষণ পর্যন্ত পিবিওসি সরবরাহ বন্ধ করবে না।’
চীনের ডিজিটাল ইউয়ান কেনাকাটা, ইউটিলিটি বিল পেমেন্ট, বেতন এবং আন্তঃসীমান্ত লেনদেন থেকে শুরু করে বিভিন্ন অর্থপ্রদানের পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে।
গত জুন হাইনান দ্বীপ প্রদেশের সানিয়ার হলিডে রিসোর্টে একটি নতুন ই-সিএনওয়াই এক্সচেঞ্জ মেশিন স্থাপন করা হয়েছিল। এটি ডিজিটাল ইউয়ানের জন্য ২০টি ভিন্ন মুদ্রার বিনিময় সহজতর করে। বিদেশী দর্শকদের স্থানীয় মোবাইল পেমেন্ট ইকোসিস্টেম ব্যবহারের সুযোগ দেয়।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের (পিবিওসি) সাবেক গভর্নর ইয়াই গাং তার পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে বিশ্বব্যাপী ডিজিটাল ইউয়ানের ব্যবহার নিয়ে দুটি সেমিনার করেছেন। এই দুই সেমিনারে বক্তব্যকালে তিনি ইউয়ানকে ‘বিশ্বব্যাপী অগ্রগণ্য’ বলে ভূয়সী প্রশংসা করেছেন। তুলে ধরেছেন ডিজিটাল ইউয়ানের সম্ভাবনা নিয়ে নানা দিক। সাউথ মর্নিং চায়না এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৬৫ বছর বয়সী ইয়াই গ্যাং গত মাসের শেষে পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নরের দায়িত্ব থেকে অবসর নেন। বর্তমানে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ৬০ বছর বয়সী প্যান গংশেং।
বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে গত ৫ জুলাই রুদ্ধদ্বার ওই সেমিনার দুটিতে বক্তব্য দেন ইয়াই। গত বৃহস্পতিবার ওই বক্তব্যর প্রতিলিপি প্রকাশিত হয়েছে। প্রতিলিপি অনুসারে তিনি বলেছেন, ‘ডিজিটাল ইউয়ান খুচরা পরিশোধের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি চাকরি হারানো কর্মীদের বেতন পরিশোধ, দক্ষতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের অগ্রগতিকে উন্নত করে।’
ইয়াই আরও বলেন, ‘চীনের ডিজিটাল মুদ্রা ই-সিএনওয়াই নামে পরিচিত। এটি অভ্যন্তরীণ খুচরা আদান-প্রদান, বিদেশি ভ্রমণকারীদের অর্থ খরচ ও আন্তর্জাতিক বাণিজ্যর ক্ষেত্রেও ব্যবহৃত হয়।’
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে ইয়াইয়ের সবচেয়ে বড় ভূমিকা বলা হচ্ছে ডিজিটাল ইউয়ানকে টেকসই অর্থনীতির (গ্রিন ফাইন্যান্স) সঙ্গে খাপ খাওয়ানো। পাশাপাশি তিনি করোনা ভাইরাস সময়ের অর্থনীতি সামাল দেওয়া, আর্থিক ঝুঁকি প্রতিরোধ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও কাজ করেছেন।
ইয়াই এখন চাইনিজ সোসাইটি ফর ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের সভাপতি ও সরকারী উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের একজন উপপরিচালক।
এদিকে পিবিওসির নতুন গভর্নর প্যান এই সপ্তাহে এক সম্মেলনে অঙ্গীকার করেছেন, কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ইউয়ানের গবেষণা এবং পরীক্ষা চালিয়ে যাবে। পাশাপাশি আর্থিক অবকাঠামো এবং পরিষেবাগুলোকেও উন্নত করবে।
বড় অর্থনীতির দেশগুলোর মধ্য ডিজিটাল মুদ্রা নিয়ে গবেষণায় চীনের কেন্দ্রীয় ব্যাংকই প্রথম। ২০১৬ সালে পিবিওসির অধীনে একটি চার্টার্ড গবেষণা ইনস্টিটিউট গঠিত হয়। এর পরে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক এবং মার্কিন ফেডারেল রিজার্ভের এ নিয়ে কাজ শুরু করে।
পিবিওসি একটি দ্বি-স্তরের কেন্দ্রীভূত ‘ডিজিটাল ইউয়ান’ ডিজাইন করেছে। এটি প্রাথমিকভাবে খুচরা অর্থপ্রদানের জন্য ব্যবহৃত হয়। কার্যকরিতা যাচাইয়ে পরীক্ষামূলকভাবে ১৭টি প্রদেশে এটি পরিচালিত হয়।
ইয়াই বলেন, বিশ্ব বাজারে চীনা ইউয়ানের ব্যবহার নিয়ে রয়েছে নানা উদ্বেগ। ফলে এটি গোপনীয়তা বজায় রাখতে ও বিনিময় সহজ করতে বেনামী আদান-প্রদানও করেছে। ডিজিটাল ইউয়ান ভ্যালু ফাংশানও কমাতে চায়। কেননা এটি অন্যান্য সমস্যা তৈরি করবে পরবর্তীতে। পিবিওসি ডিজিটাল ইউয়ানের আন্তর্জাতিক ব্যবহারে অর্থনৈতিক সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেবে দক্ষতা বৃদ্ধি এবং খরচ কমানোর লক্ষ্যে।
এ বছরের মার্চ পর্যন্ত চীন ৮৯১ দশমিক ৮৬ বিলিয়ন ইউয়ান (১২৪ বিলিয়ন ডলার) লেনদেন করেছে। এর মধ্য ডিজিটাল ইউয়ান ছিল ৭৫০ মিলিয়ন ডিজিটাল ইউয়ান। ডিজিটাল ইউয়ান অ্যাপের মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ই-ওয়ালেটও খোলা হয়েছে। যার মোট ব্যালেন্স ৮ দশমিক ৬৭ বিলিয়ন ইউয়ান।
গত ১৯ ইয়াই জুলাই সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত একটি বক্তৃতায় বলেছিলেন, ‘ই-সিএনওয়াইয়ের প্রচার বাজারমুখী হওয়া উচিত, প্রশাসনিক আদেশে নয়। ই-সিএনওয়াই ও নগদ অর্থ দীর্ঘদিন সমান্তরালভাবে চলবে। যতক্ষণ পর্যন্ত নগদ অর্থের চাহিদা থাকবে ততক্ষণ পর্যন্ত পিবিওসি সরবরাহ বন্ধ করবে না।’
চীনের ডিজিটাল ইউয়ান কেনাকাটা, ইউটিলিটি বিল পেমেন্ট, বেতন এবং আন্তঃসীমান্ত লেনদেন থেকে শুরু করে বিভিন্ন অর্থপ্রদানের পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে।
গত জুন হাইনান দ্বীপ প্রদেশের সানিয়ার হলিডে রিসোর্টে একটি নতুন ই-সিএনওয়াই এক্সচেঞ্জ মেশিন স্থাপন করা হয়েছিল। এটি ডিজিটাল ইউয়ানের জন্য ২০টি ভিন্ন মুদ্রার বিনিময় সহজতর করে। বিদেশী দর্শকদের স্থানীয় মোবাইল পেমেন্ট ইকোসিস্টেম ব্যবহারের সুযোগ দেয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৮ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৯ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
১০ ঘণ্টা আগে