অনলাইন ডেস্ক
চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। সোমবার জাপান ভ্রমণকালে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। বলেছে, চীন যেকোনো মূল্যে তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ রক্ষা করবে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাইডেন বলেছেন, চীন তাইওয়ান আক্রমণ করলে তিনি সেনাবাহিনী ব্যবহার করবেন। বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের ব্যাপারে অনুসৃত দীর্ঘদিনের নীতি থেকে সরে আসল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ সম্মেলনে বলেন, তাইওয়ানকে রক্ষা করা ‘আমাদের করা প্রতিজ্ঞার’ মধ্যেই পড়ে।
এ সময়, তাঁকে যুক্তরাষ্ট্র অনুসৃত ‘এক চীন’ নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো এই নীতিই অনুসরণ করে। কিন্তু তার মানে এই নয় যে, কেউ জোর করে তাইওয়ান দখল করে নেবে, এটা কোনোভাবেই উচিত হবে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।’ চীনের কমিউনিস্ট পার্টি কখনোই স্ব-শাসিত তাইওয়ানকে কোনোভাবে নিয়ন্ত্রণ করেনি বলেও জানান তিনি। এ সময়, তিনি এ প্রতিজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন যে—প্রয়োজন হলে চীন যেকোনো সময় এই অঞ্চল তার নিয়ন্ত্রণে নিতে পারে, এমনকি বল প্রয়োগ করে হলেও।
ওয়াং ওয়েনবিন আরও বলেছেন, ‘তাইওয়ান ইস্যু একান্তভাবেই চীনের অভ্যন্তরীণ ইস্যু। সুতরাং চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সমঝোতা বা ছাড় দেওয়ার সুযোগ নেই।’
চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। সোমবার জাপান ভ্রমণকালে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। বলেছে, চীন যেকোনো মূল্যে তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ রক্ষা করবে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাইডেন বলেছেন, চীন তাইওয়ান আক্রমণ করলে তিনি সেনাবাহিনী ব্যবহার করবেন। বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের ব্যাপারে অনুসৃত দীর্ঘদিনের নীতি থেকে সরে আসল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ সম্মেলনে বলেন, তাইওয়ানকে রক্ষা করা ‘আমাদের করা প্রতিজ্ঞার’ মধ্যেই পড়ে।
এ সময়, তাঁকে যুক্তরাষ্ট্র অনুসৃত ‘এক চীন’ নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো এই নীতিই অনুসরণ করে। কিন্তু তার মানে এই নয় যে, কেউ জোর করে তাইওয়ান দখল করে নেবে, এটা কোনোভাবেই উচিত হবে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।’ চীনের কমিউনিস্ট পার্টি কখনোই স্ব-শাসিত তাইওয়ানকে কোনোভাবে নিয়ন্ত্রণ করেনি বলেও জানান তিনি। এ সময়, তিনি এ প্রতিজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন যে—প্রয়োজন হলে চীন যেকোনো সময় এই অঞ্চল তার নিয়ন্ত্রণে নিতে পারে, এমনকি বল প্রয়োগ করে হলেও।
ওয়াং ওয়েনবিন আরও বলেছেন, ‘তাইওয়ান ইস্যু একান্তভাবেই চীনের অভ্যন্তরীণ ইস্যু। সুতরাং চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সমঝোতা বা ছাড় দেওয়ার সুযোগ নেই।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পুরোনো নিষেধাজ্ঞাগুলোকে পুনর্বহাল করার পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এবারও তিনি আরব ও মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছেন। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাঁর জারি করা একটি আদেশ থেকে এ ধরনের
৫ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষার নাম করে অস্ত্র-অর্থ—সবই দিয়েছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের দুই টেক জায়ান্টের নাম এল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই হামলায় ইসরায়েলকে সাহায্য করেছে মাইক্রোসফট ও গুগল।
৫ ঘণ্টা আগেশ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, দেশটিতে প্রস্তাবিত ৩৭০ কোটি ডলারের তেল শোধনাগার দ্রুত বাস্তবায়নের জন্য চীনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সিনোপেকের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই শোধনাগারটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হামবানটোটায় নির্মিত হবে।
৭ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে...
৯ ঘণ্টা আগে