অনলাইন ডেস্ক
হংকংয়ে একটি দুর্লভ গোলাপি হিরা বিক্রি হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। নিউইয়র্কভিত্তিক ব্রোকার হাউস সুথবি’স জানিয়েছে, এই হিরাটি এখনো বিক্রীত হিরাগুলোর মধ্যে ক্যারেটপ্রতি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। যা একটি বিশ্ব রেকর্ডও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার হংকংয়ে ১১ দশমিক ১৫ ক্যারেট ওজনের উইলিয়ামসন পিংক স্টার নামে ওই হিরাটিকে নিলামে তোলা হয় বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লোরিডার এক ক্রেতা হিরাটি কিনে নেন। নিলামে হিরাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২১ মিলিয়ন ডলার। অথচ তা বিক্রি হয়েছে এর দুই গুণেরও বেশি দামে।
এখনো পর্যন্ত বিশ্বে যত গোলাপি হিরা বিক্রি করা হয়েছে তার মধ্যে এই হিরাটি দ্বিতীয় বৃহত্তম। বিশ্ব বাজারে গোলাপি হিরা বেশ দুর্লভ এবং উচ্চমূল্যের একটি বস্তু। এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি গোলাপি হিরা বিক্রি করা হয়েছে ২০১৭ সালে। সিটিএফ নামে পরিচিত ওই গোলাপি হিরাটি বিক্রি করা হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে।
গত শুক্রবারের নিলামে বিক্রি হওয়া হিরার বিষয়ে সুথবি’স এশিয়ার জুয়েলারি অ্যান্ড ওয়াচেস বিভাগের চেয়ারম্যান ওয়েনহাউ য়ু বলেছেন, ‘শুক্রবারের বিক্রি হওয়া হিরাটি কেবল এশীয়দের উচ্চ মানের হিরার জন্য ক্রমবর্ধমান চাহিদারই প্রমাণ দেয় না। একই সঙ্গে গোলাপি হিরার বড় অভাব সম্পর্কে একটি উচ্চতর সচেতনতাও প্রদর্শন করে এই নিলাম।’
উইলিয়ামসন পিংক স্টার হিরাটির নামকরণ করা হয়েছে আরও দুটি গোলাপি হিরার নামের সমন্বয়ে। একটি হলো সিটিএফ পিংক স্টার এবং অপরটি উইলিয়ামসন স্টোন। ২৩ দশমিক ৬ ক্যারেটের উইলিয়ামসন স্টোন হিরাটি ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
হংকংয়ে একটি দুর্লভ গোলাপি হিরা বিক্রি হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। নিউইয়র্কভিত্তিক ব্রোকার হাউস সুথবি’স জানিয়েছে, এই হিরাটি এখনো বিক্রীত হিরাগুলোর মধ্যে ক্যারেটপ্রতি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। যা একটি বিশ্ব রেকর্ডও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার হংকংয়ে ১১ দশমিক ১৫ ক্যারেট ওজনের উইলিয়ামসন পিংক স্টার নামে ওই হিরাটিকে নিলামে তোলা হয় বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লোরিডার এক ক্রেতা হিরাটি কিনে নেন। নিলামে হিরাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২১ মিলিয়ন ডলার। অথচ তা বিক্রি হয়েছে এর দুই গুণেরও বেশি দামে।
এখনো পর্যন্ত বিশ্বে যত গোলাপি হিরা বিক্রি করা হয়েছে তার মধ্যে এই হিরাটি দ্বিতীয় বৃহত্তম। বিশ্ব বাজারে গোলাপি হিরা বেশ দুর্লভ এবং উচ্চমূল্যের একটি বস্তু। এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি গোলাপি হিরা বিক্রি করা হয়েছে ২০১৭ সালে। সিটিএফ নামে পরিচিত ওই গোলাপি হিরাটি বিক্রি করা হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে।
গত শুক্রবারের নিলামে বিক্রি হওয়া হিরার বিষয়ে সুথবি’স এশিয়ার জুয়েলারি অ্যান্ড ওয়াচেস বিভাগের চেয়ারম্যান ওয়েনহাউ য়ু বলেছেন, ‘শুক্রবারের বিক্রি হওয়া হিরাটি কেবল এশীয়দের উচ্চ মানের হিরার জন্য ক্রমবর্ধমান চাহিদারই প্রমাণ দেয় না। একই সঙ্গে গোলাপি হিরার বড় অভাব সম্পর্কে একটি উচ্চতর সচেতনতাও প্রদর্শন করে এই নিলাম।’
উইলিয়ামসন পিংক স্টার হিরাটির নামকরণ করা হয়েছে আরও দুটি গোলাপি হিরার নামের সমন্বয়ে। একটি হলো সিটিএফ পিংক স্টার এবং অপরটি উইলিয়ামসন স্টোন। ২৩ দশমিক ৬ ক্যারেটের উইলিয়ামসন স্টোন হিরাটি ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৪ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৪ ঘণ্টা আগে