করোনার উৎস নিয়ে সিদ্ধান্তহীন প্রতিবেদন প্রকাশ যুক্তরাষ্ট্রের 

অনলাইন ডেস্ক
Thumbnail image

করোনার উৎস নিয়ে সিদ্ধান্তহীন প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ভাইরাসটি ল্যাব থেকে ছড়িয়েছে নাকি প্রকৃতি থেকে এসেছে তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মার্কিন গোয়েন্দারা। 

যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দেখভাল করা অফিসের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনা জৈবিক অস্ত্র হিসেবে তৈরি করা হয়নি। 

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধীরে ধীরে করোনার উৎস নিয়ে প্রমাণ পাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। 

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বেইজিংয়ের বিরুদ্ধে কোভিড-১৯ মহামারির উৎস সম্পর্কে মূল তথ্য আড়াল করে রাখার অভিযোগ আনা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার মতে প্রাকৃতিকভাবে ছড়িয়েছে এই করোনা ভাইরাস কিন্তু শেষ পর্যন্ত এ নিয়ে তাঁরা কম আত্মবিশ্বাস দেখিয়েছে। 

একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চীনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা। এ নিয়ে মাঝারি রকমের আত্মবিশ্বাস দেখিয়েছে তাঁরা। 

এদিকে করোনার উৎস তদন্তে সহায়তা না করায় চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস মার্কিন গোয়েন্দা কমিউনিটির বিরুদ্ধে 'রাজনৈতিক কারচুপির' অভিযোগ এনেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনকে অবৈজ্ঞানিক হিসেবে আখ্যা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত