ইউক্রেন সংকটের মধ্যেই আজ পুতিন-চিন পিংয়ের বৈঠক 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৫
Thumbnail image

প্রায় দুই বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান উত্তেজনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের এই শক্তিধর দুই নেতাই বেইজিং স্থানীয় সময় সন্ধ্যায় শীতকালীন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউরোপের নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠকে বসতে যাচ্ছেন।

ওই দিন ক্রেমলিনের মুখপাত্র বলেন, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সি এবং পুতিনের মধ্যে আলোচনা হবে।

২০২০ সালের পর থেকে চীনের বাইরে সফরে যাননি দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ২১ দেশের নেতারা। এদিকে চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই অলিম্পিক বয়কট করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকেরা।

সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেত চীন। তবে আদর্শগত কারণে এ দুই দেশের মধ্যে বিভেদ তৈরি হয়।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে হামলা করার জন্য সীমান্তে প্রায় ১ লাখের মতো সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে রাশিয়া বলছে, তারা ইউক্রেনে হামলা চালাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত