অনলাইন ডেস্ক
চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত প্রাণ গেছে ৫১ জনের। প্রায় চার লাখ মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হেনান প্রদেশের ওয়াংজংডিয়ান গ্রামে শিশুসন্তানকে বাঁচাতে প্রাণ গেছে এক মায়ের। উদ্ধারকারীদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও বন্যা যখন বাড়িতে আঘাত হানে তখনো সেই মা তাঁর শিশুসন্তানকে নিরাপদে আগলে রাখেন। পরে সেই মায়ের মৃত্যু হলেও শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থাকার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও চীনে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় বের করা হচ্ছে। শিশুটির বয়স তিন থেকে চার মাসের মতো। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছে, শিশুটি সুস্থ আছে।
ঝাও নামের একজন স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, আমি শিশুটির আওয়াজ শুনতে পাই। সেই মুহূর্তে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে বাঁচাতে শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন শিশুটির মা।
সংবাদমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলিকে ইয়াং নামের একজন উদ্ধারকারী জানান, শিশুটিকে উদ্ধারের এক দিন পর ওই মায়ের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই মায়ের শরীর প্রচণ্ড ঠান্ডায় জমাটবদ্ধ হয়ে ছিল। দেখে মনে হচ্ছিল, তিনি যেন কোনো কিছু উপরে তুলে ধরার ভঙ্গিতে রয়েছেন।
ইয়াং আরও বলেন, এমন একটি সংকটাপন্ন অবস্থায় ওই মা শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন। এই কারণেই মূলত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত প্রাণ গেছে ৫১ জনের। প্রায় চার লাখ মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হেনান প্রদেশের ওয়াংজংডিয়ান গ্রামে শিশুসন্তানকে বাঁচাতে প্রাণ গেছে এক মায়ের। উদ্ধারকারীদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও বন্যা যখন বাড়িতে আঘাত হানে তখনো সেই মা তাঁর শিশুসন্তানকে নিরাপদে আগলে রাখেন। পরে সেই মায়ের মৃত্যু হলেও শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থাকার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও চীনে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় বের করা হচ্ছে। শিশুটির বয়স তিন থেকে চার মাসের মতো। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছে, শিশুটি সুস্থ আছে।
ঝাও নামের একজন স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, আমি শিশুটির আওয়াজ শুনতে পাই। সেই মুহূর্তে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে বাঁচাতে শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন শিশুটির মা।
সংবাদমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলিকে ইয়াং নামের একজন উদ্ধারকারী জানান, শিশুটিকে উদ্ধারের এক দিন পর ওই মায়ের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই মায়ের শরীর প্রচণ্ড ঠান্ডায় জমাটবদ্ধ হয়ে ছিল। দেখে মনে হচ্ছিল, তিনি যেন কোনো কিছু উপরে তুলে ধরার ভঙ্গিতে রয়েছেন।
ইয়াং আরও বলেন, এমন একটি সংকটাপন্ন অবস্থায় ওই মা শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন। এই কারণেই মূলত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
১ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
৩ ঘণ্টা আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
৪ ঘণ্টা আগে