অনলাইন ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালসহ দেশটির অন্যান্য শহরে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে আরও ১৭০ জনের বেশি। কিয়েভ বলছে, বিগত কয়েক মাসের মধ্যে রাশিয়ার তরফ থেকে চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার স্পষ্ট দিবালোকে কিয়েভে ও হাসপাতালটিতে রুশ হামলা চালায়। হামলার পর স্থানীয় অভিভাবকদের নিজ নিজ সন্তানকে সঙ্গে অথবা কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে কাঁদতে দেখা যায়। রাশিয়ার ওই হামলায় হাসপাতালটির বড় একটি অংশই বিধ্বস্ত হয়ে যায়। পরে কিয়েভের অধিবাসীরা এসে হাসপাতালটিতে উদ্ধারকাজে যুক্ত হয়।
এক সন্তানের জননী ৩৩ বছরের সভেতলানা ক্রাভচেঙ্কো এই হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে রয়টার্সকে বলেন, ‘এটি (হামলা) খুবই ভীতিজনক ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি (আমার শিশুকে) ঢেকে রাখার চেষ্টা করছিলাম। আমি তাকে এই কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে সে শ্বাস নিতে পারে।’
এদিকে, কিয়েভে রাশিয়ার এই হামলার ব্যাপারে অবগত আছেন ন্যাটো সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের পথে পোল্যান্ডে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাশিয়ার এই হামলায় ৩ শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জনের বেশি।
তবে কিয়েভ ছাড়াও বিভিন্ন অঞ্চলে রুশ হামলার কারণে এই ৩৭ জনসহ সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজের চ্যানেলে জেলেনস্কি লিখেছেন, কিয়েভের শিশু হাসপাতাল, মাতৃত্ব কেন্দ্র, শিশু নার্সারি এবং একটি ব্যবসাকেন্দ্রসহ শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের টেলিগ্রাম চ্যানেলে আরও লিখেছেন, ‘রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে।’
এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্রিভি রিহ এবং দিনিপ্রোসহ ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলীয় শহর রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, রুশ হামলায় ব্যাপক প্রাণহানির প্রতি সহমর্মিতা জানিয়ে আজ মঙ্গলবারকে শোক দিবস বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার।
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালসহ দেশটির অন্যান্য শহরে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে আরও ১৭০ জনের বেশি। কিয়েভ বলছে, বিগত কয়েক মাসের মধ্যে রাশিয়ার তরফ থেকে চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার স্পষ্ট দিবালোকে কিয়েভে ও হাসপাতালটিতে রুশ হামলা চালায়। হামলার পর স্থানীয় অভিভাবকদের নিজ নিজ সন্তানকে সঙ্গে অথবা কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে কাঁদতে দেখা যায়। রাশিয়ার ওই হামলায় হাসপাতালটির বড় একটি অংশই বিধ্বস্ত হয়ে যায়। পরে কিয়েভের অধিবাসীরা এসে হাসপাতালটিতে উদ্ধারকাজে যুক্ত হয়।
এক সন্তানের জননী ৩৩ বছরের সভেতলানা ক্রাভচেঙ্কো এই হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে রয়টার্সকে বলেন, ‘এটি (হামলা) খুবই ভীতিজনক ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি (আমার শিশুকে) ঢেকে রাখার চেষ্টা করছিলাম। আমি তাকে এই কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে সে শ্বাস নিতে পারে।’
এদিকে, কিয়েভে রাশিয়ার এই হামলার ব্যাপারে অবগত আছেন ন্যাটো সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের পথে পোল্যান্ডে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাশিয়ার এই হামলায় ৩ শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জনের বেশি।
তবে কিয়েভ ছাড়াও বিভিন্ন অঞ্চলে রুশ হামলার কারণে এই ৩৭ জনসহ সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজের চ্যানেলে জেলেনস্কি লিখেছেন, কিয়েভের শিশু হাসপাতাল, মাতৃত্ব কেন্দ্র, শিশু নার্সারি এবং একটি ব্যবসাকেন্দ্রসহ শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের টেলিগ্রাম চ্যানেলে আরও লিখেছেন, ‘রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে।’
এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্রিভি রিহ এবং দিনিপ্রোসহ ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলীয় শহর রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, রুশ হামলায় ব্যাপক প্রাণহানির প্রতি সহমর্মিতা জানিয়ে আজ মঙ্গলবারকে শোক দিবস বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে