অনলাইন ডেস্ক
হাজার হাজার অবৈধ অভিবাসী এবং তাঁদের পরিবারকে নাগরিকত্ব দেওয়ার পথে হাঁটছে আয়ারল্যান্ড। গত সোমবার আইরিশ সরকারের বিচারমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন।
মন্ত্রণালয়ের হিসাবে, আয়ারল্যান্ডে প্রায় ১৭ হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার শিশু।
সরকারি ঘোষণা অনুযায়ী, যেসব অবৈধ অভিবাসী চার বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন, তাঁরা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি অনুমতি পেতে আবেদন করতে পারেন।
বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলছেন, এটি ‘ওয়ানস ও জেনারেশন’ স্কিম। পরিকল্পনাটি হাজার হাজার মানুষের জীবন উন্নত করবে। তাঁরা সমাজে অবদান রেখে যাচ্ছেন, কিন্তু আইনি বেড়াজালের মধ্যে তাঁদের থাকতে হচ্ছে।
নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে শিশুদের পরিবারের জন্য কিছুটা ছাড় দেবে সরকার। ১৮ বছরের কম বয়সী শিশু থাকলে তিন বছর বসবাস করলেই আয়ারল্যান্ডের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। আর ১৮ বছরের বেশি বয়সী সন্তান থাকলে ২৩ বছর পর্যন্ত এ ছাড় পাবেন।
আবেদনকারীরা আয়ারল্যান্ডে কাজ করার অনুমতি পাবেন এবং তাঁদের আইরিশ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এ ছাড়া বিদ্যমান প্রত্যাবাসন আইনের অধীন বা প্রাক্তন ছাত্র ভিসাধারীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই সন্তোষজনক আচরণের প্রমাণ এবং দেশের জন্য কোনো হুমকির কারণ হবেন না এমন রেকর্ড থাকতে হবে। তবে ছোটখাটো অপরাধের জন্য আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কম।
স্কিমটি ছয় মাসের জন্য চলবে। ৩১ জুলাইয়ের পর আর আবেদন গ্রহণ করা হবে না।
হাজার হাজার অবৈধ অভিবাসী এবং তাঁদের পরিবারকে নাগরিকত্ব দেওয়ার পথে হাঁটছে আয়ারল্যান্ড। গত সোমবার আইরিশ সরকারের বিচারমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন।
মন্ত্রণালয়ের হিসাবে, আয়ারল্যান্ডে প্রায় ১৭ হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার শিশু।
সরকারি ঘোষণা অনুযায়ী, যেসব অবৈধ অভিবাসী চার বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন, তাঁরা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি অনুমতি পেতে আবেদন করতে পারেন।
বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলছেন, এটি ‘ওয়ানস ও জেনারেশন’ স্কিম। পরিকল্পনাটি হাজার হাজার মানুষের জীবন উন্নত করবে। তাঁরা সমাজে অবদান রেখে যাচ্ছেন, কিন্তু আইনি বেড়াজালের মধ্যে তাঁদের থাকতে হচ্ছে।
নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে শিশুদের পরিবারের জন্য কিছুটা ছাড় দেবে সরকার। ১৮ বছরের কম বয়সী শিশু থাকলে তিন বছর বসবাস করলেই আয়ারল্যান্ডের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। আর ১৮ বছরের বেশি বয়সী সন্তান থাকলে ২৩ বছর পর্যন্ত এ ছাড় পাবেন।
আবেদনকারীরা আয়ারল্যান্ডে কাজ করার অনুমতি পাবেন এবং তাঁদের আইরিশ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এ ছাড়া বিদ্যমান প্রত্যাবাসন আইনের অধীন বা প্রাক্তন ছাত্র ভিসাধারীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই সন্তোষজনক আচরণের প্রমাণ এবং দেশের জন্য কোনো হুমকির কারণ হবেন না এমন রেকর্ড থাকতে হবে। তবে ছোটখাটো অপরাধের জন্য আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কম।
স্কিমটি ছয় মাসের জন্য চলবে। ৩১ জুলাইয়ের পর আর আবেদন গ্রহণ করা হবে না।
গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
২৪ মিনিট আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
২ ঘণ্টা আগে