অনলাইন ডেস্ক
ইউক্রেনের সেনাদের রণক্ষেত্রে প্রতিদিন রাশিয়ার দখল করা ভূমিতে অন্তত ৫০০ মিটার করে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার দখলদার সেনাদের হত্যা করে তাদের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেছেন।
বেশ কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার কাছ থেকে খুব বেশি জায়গা পুনরুদ্ধার করতে পারেনি ইউক্রেন। এই অবস্থায় কিছুদিন আগে এক সাবেক শীর্ষ মার্কিন জেনারেল সতর্ক করে বলেছিলেন, পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়ার মতো সময় ইউক্রেনের হাতে নেই। শীত শুরু হয়ে গেলে ইউক্রেনের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভিডিও ভাষণে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিদিন ইতিবাচক ফলাফল দরকার। আমাদের রুশ আক্রমণ ঠেকিয়ে দিতে হবে। দখলদারদের হত্যা করে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিদিন অন্তত ১ কিলোমিটার, না হয় অন্তত ৫০০ মিটার হলেও দখল করতে হবে। ইউক্রেনের অবস্থান উন্নত করতে এবং দখলদার চাপে রাখতে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে।’
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয়দের মনোবল চাঙা এবং পর্যাপ্ত বিদেশি সহায়তা নিশ্চিত করতে চাইলে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে।’ এ সময় তিনি জানান, আগামী সপ্তাহ ইউক্রেনের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে হাজির হবে।
জেলেনস্কি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের আভদিভকা শহরের কাছাকাছি অগ্রসর হয়েছে। সেখানে ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চললেও অগ্রগতি আপাতদৃষ্টিতে রাশিয়ারই।
ইউক্রেনের সেনাদের রণক্ষেত্রে প্রতিদিন রাশিয়ার দখল করা ভূমিতে অন্তত ৫০০ মিটার করে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার দখলদার সেনাদের হত্যা করে তাদের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেছেন।
বেশ কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার কাছ থেকে খুব বেশি জায়গা পুনরুদ্ধার করতে পারেনি ইউক্রেন। এই অবস্থায় কিছুদিন আগে এক সাবেক শীর্ষ মার্কিন জেনারেল সতর্ক করে বলেছিলেন, পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়ার মতো সময় ইউক্রেনের হাতে নেই। শীত শুরু হয়ে গেলে ইউক্রেনের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভিডিও ভাষণে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিদিন ইতিবাচক ফলাফল দরকার। আমাদের রুশ আক্রমণ ঠেকিয়ে দিতে হবে। দখলদারদের হত্যা করে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিদিন অন্তত ১ কিলোমিটার, না হয় অন্তত ৫০০ মিটার হলেও দখল করতে হবে। ইউক্রেনের অবস্থান উন্নত করতে এবং দখলদার চাপে রাখতে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে।’
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয়দের মনোবল চাঙা এবং পর্যাপ্ত বিদেশি সহায়তা নিশ্চিত করতে চাইলে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে।’ এ সময় তিনি জানান, আগামী সপ্তাহ ইউক্রেনের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে হাজির হবে।
জেলেনস্কি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের আভদিভকা শহরের কাছাকাছি অগ্রসর হয়েছে। সেখানে ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চললেও অগ্রগতি আপাতদৃষ্টিতে রাশিয়ারই।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
৩ ঘণ্টা আগে