অনলাইন ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিতে হামলাকে ‘অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা মস্কোর আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি ড্রোন অফিস ভবনে আঘাত হানে।
মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। হামলায় দুটি অফিস ভবনের সামনের দিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
ড্রোন হামলার পর মস্কোর ভিনুকোভা বিমানবন্দর বন্ধ রাখা হয়। সর্বশেষ এই ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া।
প্রসঙ্গত, রাশিয়ার রাজধানী মস্কোর অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে। ইউক্রেনে সংঘাত চলাকালে মস্কোতে হামলার ঘটনা খুবই বিরল, তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শহরটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রানকিভিস্ক থেকে রোববার এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, ইউক্রেন ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।
তিনি বলেন, ‘রাশিয়ার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ আজ ৫২২ তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল তাদের সামরিক অভিযান কয়েক সপ্তাহেই সমাপ্ত হবে। তবে ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। আর এটি অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও অত্যন্ত ন্যায়সংগত।’
রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিতে হামলাকে ‘অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা মস্কোর আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি ড্রোন অফিস ভবনে আঘাত হানে।
মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। হামলায় দুটি অফিস ভবনের সামনের দিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
ড্রোন হামলার পর মস্কোর ভিনুকোভা বিমানবন্দর বন্ধ রাখা হয়। সর্বশেষ এই ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া।
প্রসঙ্গত, রাশিয়ার রাজধানী মস্কোর অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে। ইউক্রেনে সংঘাত চলাকালে মস্কোতে হামলার ঘটনা খুবই বিরল, তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শহরটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রানকিভিস্ক থেকে রোববার এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, ইউক্রেন ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।
তিনি বলেন, ‘রাশিয়ার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ আজ ৫২২ তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল তাদের সামরিক অভিযান কয়েক সপ্তাহেই সমাপ্ত হবে। তবে ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। আর এটি অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও অত্যন্ত ন্যায়সংগত।’
ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
৫ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১২ ঘণ্টা আগে