অনলাইন ডেস্ক
ইতালির বিখ্যাত ফ্যাশন ব্যক্তিত্ব নিনো সেরুতি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ইতালির স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। কয়েক দিন আগেই তিনি হাসপাতালটিতে চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, সেরুতি ইতালির পেডমন্ট হাসপাতালে তাঁর নিতম্বের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন।
ইতালির এই ফ্যাশন আইকন নিজের তৈরি করা প্রতিটি ডিজাইনের পোশাক আগে পরে দেখতেন। এ প্রসঙ্গে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরুতি বলেছিলেন, ‘আমি সব সময় আমাকে দিয়েই পরীক্ষা করি।’
নিনো সেরুতি ফ্যাশন জগতে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। একই পোশাকে নারী ও পুরুষ—উভয় মডেলকে ক্যাটওয়াক করিয়ে আলোড়ন সৃষ্টি করা এই ফ্যাশন ডিজাইনারের খ্যাতি কেবল ইতালিতে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল ইউরোপের সীমা পেরিয়ে আমেরিকায়ও। আশির দশকে হলিউডে নিজের ফ্যাশন হাউসের একটি শাখা খোলেন সেরুতি। জ্যাক নিকলসন, মাইকেল ডগলাস, টম হ্যাঙ্কস, জুলিয়া রবার্টস, শ্যারন স্টোনের মতো তারকাদের পোশাক ডিজাইন করেছেন তিনি।
বিবিসি জানায়, সেরুতির পরিবার অনেক আগে থেকেই কাপড়ের ব্যবসায়ের সঙ্গে জড়িত। ১৮৮১ সালে তাঁর দাদা ইতালিতে কাপড় উৎপাদন শুরু করেছিলেন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই সেরুতি পঞ্চাশের দশকে নিজের ব্যবসা শুরু করেন। তারপর ১৯৬৭ সালে তিনি ‘সেরুতি ১৮৮১’ নামে নিজের ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। দাদার সম্মানে তিনি এই নামকরণ করেছিলেন।
ইতালির এই ফ্যাশন তারকার জন্ম ১৯৩০ সালের ২৫ সেপ্টেম্বর।
ইতালির বিখ্যাত ফ্যাশন ব্যক্তিত্ব নিনো সেরুতি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ইতালির স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। কয়েক দিন আগেই তিনি হাসপাতালটিতে চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, সেরুতি ইতালির পেডমন্ট হাসপাতালে তাঁর নিতম্বের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন।
ইতালির এই ফ্যাশন আইকন নিজের তৈরি করা প্রতিটি ডিজাইনের পোশাক আগে পরে দেখতেন। এ প্রসঙ্গে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরুতি বলেছিলেন, ‘আমি সব সময় আমাকে দিয়েই পরীক্ষা করি।’
নিনো সেরুতি ফ্যাশন জগতে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। একই পোশাকে নারী ও পুরুষ—উভয় মডেলকে ক্যাটওয়াক করিয়ে আলোড়ন সৃষ্টি করা এই ফ্যাশন ডিজাইনারের খ্যাতি কেবল ইতালিতে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল ইউরোপের সীমা পেরিয়ে আমেরিকায়ও। আশির দশকে হলিউডে নিজের ফ্যাশন হাউসের একটি শাখা খোলেন সেরুতি। জ্যাক নিকলসন, মাইকেল ডগলাস, টম হ্যাঙ্কস, জুলিয়া রবার্টস, শ্যারন স্টোনের মতো তারকাদের পোশাক ডিজাইন করেছেন তিনি।
বিবিসি জানায়, সেরুতির পরিবার অনেক আগে থেকেই কাপড়ের ব্যবসায়ের সঙ্গে জড়িত। ১৮৮১ সালে তাঁর দাদা ইতালিতে কাপড় উৎপাদন শুরু করেছিলেন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই সেরুতি পঞ্চাশের দশকে নিজের ব্যবসা শুরু করেন। তারপর ১৯৬৭ সালে তিনি ‘সেরুতি ১৮৮১’ নামে নিজের ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। দাদার সম্মানে তিনি এই নামকরণ করেছিলেন।
ইতালির এই ফ্যাশন তারকার জন্ম ১৯৩০ সালের ২৫ সেপ্টেম্বর।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
৩৬ মিনিট আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
৩ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৪ ঘণ্টা আগে