অনলাইন ডেস্ক
ইউক্রেনের ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে এগিয়ে এসেছেন টেক জায়ান্ট স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। শনিবার ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড ইউক্রেনে সেবা দেওয়া আরম্ভ করেছে। ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আহ্বানের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে স্পেস এক্সের পক্ষ থেকে।
শনিবার এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘স্টারলিংক পরিষেবা ইউক্রেনে সক্রিয় করা হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের ইন্টারনেট সেবা চালুর জন্য স্যাটেলাইটে আরও একাধিক টার্মিনাল যুক্ত করা হবে।’
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সেবা প্রদানের জন্য মাস্ককে অনুরোধ করার পর প্রায় ১০ ঘণ্টা পরে মাস্কের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হলো।
ইলন মাস্কের কাছে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আবেদন জানিয়ে ফেদোরভ বলেন, ‘আপনি যখন মঙ্গলে বসতি গড়ার চিন্তা করছেন, তখন রাশিয়া চেষ্টা করছে ইউক্রেন দখল করার। আপনার রকেটগুলো যখন সফলভাবে মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে অবতরণ করছে, সে সময় রাশিয়ার রকেটগুলো পতিত হচ্ছে ইউক্রেনের নাগরিকদের ওপর। আমরা আপনাকে স্টারলিংক স্যাটেলাইট থেকে ইউক্রেনে ইন্টারনেট সরবরাহ করতে অনুরোধ করছি।’
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পর থেকেই দেশটিতে ইন্টারনেট পরিষেবায় উল্লেখযোগ্য মাত্রায় ব্যাঘাত ঘটেছে।
স্টারলিংক মহাকাশে ২ হাজারেরও বেশি স্যাটেলাইট পরিচালনা করে। যার লক্ষ্য হলো পৃথিবীজুড়ে সবাইকে ইন্টারনেট সেবা প্রদান করা। প্রতিষ্ঠানটি গত শুক্রবার আরও ৫০টি স্যাটেলাইট চালু করেছে এবং আরও অনেকগুলো স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বলে জানিয়েছে তাঁরা।
ইউক্রেনের ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে এগিয়ে এসেছেন টেক জায়ান্ট স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। শনিবার ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড ইউক্রেনে সেবা দেওয়া আরম্ভ করেছে। ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আহ্বানের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে স্পেস এক্সের পক্ষ থেকে।
শনিবার এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘স্টারলিংক পরিষেবা ইউক্রেনে সক্রিয় করা হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের ইন্টারনেট সেবা চালুর জন্য স্যাটেলাইটে আরও একাধিক টার্মিনাল যুক্ত করা হবে।’
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সেবা প্রদানের জন্য মাস্ককে অনুরোধ করার পর প্রায় ১০ ঘণ্টা পরে মাস্কের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হলো।
ইলন মাস্কের কাছে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আবেদন জানিয়ে ফেদোরভ বলেন, ‘আপনি যখন মঙ্গলে বসতি গড়ার চিন্তা করছেন, তখন রাশিয়া চেষ্টা করছে ইউক্রেন দখল করার। আপনার রকেটগুলো যখন সফলভাবে মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে অবতরণ করছে, সে সময় রাশিয়ার রকেটগুলো পতিত হচ্ছে ইউক্রেনের নাগরিকদের ওপর। আমরা আপনাকে স্টারলিংক স্যাটেলাইট থেকে ইউক্রেনে ইন্টারনেট সরবরাহ করতে অনুরোধ করছি।’
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পর থেকেই দেশটিতে ইন্টারনেট পরিষেবায় উল্লেখযোগ্য মাত্রায় ব্যাঘাত ঘটেছে।
স্টারলিংক মহাকাশে ২ হাজারেরও বেশি স্যাটেলাইট পরিচালনা করে। যার লক্ষ্য হলো পৃথিবীজুড়ে সবাইকে ইন্টারনেট সেবা প্রদান করা। প্রতিষ্ঠানটি গত শুক্রবার আরও ৫০টি স্যাটেলাইট চালু করেছে এবং আরও অনেকগুলো স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বলে জানিয়েছে তাঁরা।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
৬ মিনিট আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
২৮ মিনিট আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
২ ঘণ্টা আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে