কৃষকের ডিম আর পাথর নিক্ষেপের মুখে ব্রাসেলসে বসলেন ইউরোপের নেতারা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ১৫

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবনকে লক্ষ্যবস্তু করে ডিম ও পাথর নিক্ষেপ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের কৃষক। ভবনটির কাছে তারা আগুনও লাগিয়ে দেন। ট্যাক্স এবং ক্রমবর্ধমান খরচ কমানোর দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। 

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া কৃষকেরা ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রাসেলসে উপস্থিত হয়েছিলেন। বিতর্কিত ‘সবুজনীতি’ বাতিল ছাড়াও এবং অন্য দেশ থেকে সস্তায় পণ্য আমদানি বন্ধ করার দাবি জানান তারা। 

বিক্ষোভে অংশ নেওয়া স্প্যানিশ কৃষক ইউনিয়নের প্রতিনিধি জোসে মারিয়া কাস্টিলা বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশন থেকে প্রতিদিন আসা এই সব উন্মাদ আইন বন্ধ করতে চাই।’ 

পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ঠেকাতে বসানো বেরিক্যাড ভেঙে ফেলারও চেষ্টা করেন কৃষকেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গরম পানি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। 

জানা গেছে, পার্লামেন্ট ভবনের সামনে একটি মূর্তির সামনে বেশ কিছু কৃষক তাদের ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। পাশাপাশি ব্রাসেলসে প্রবেশ করার প্রধান রাস্তাগুলোতে প্রায় ১ হাজার ৩০০ ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখেন তারা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত নেতারা ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত