অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথেরে অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর বিষয়টির কড়া সমালোচনা করেছে মস্কো। দেশটি ব্রিটেন কর্তৃক রাশিয়াকে আমন্ত্রণ না জানানোকে ধর্ম অবমাননার শামিল বলে মন্তব্য করেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিশ্লেষকের ধারণা ছিল ইউক্রেন সংকটের কারণে রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে উদ্ভূত কূটনৈতিক শীতলতা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু উপলক্ষে প্রশমিত হতে পারে। তবে সেই সম্ভাবনা তিরোহিত হয়েছে। রাশিয়াকে ডাকা হয়নি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা তাদের জাতীয় শোকের বিষয়টিকে–যা বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে–ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আমাদের চেয়ে এগিয়ে থাকতে ব্যবহার করেছে। যা খুবই অনৈতিক।’
বিবৃতিতে মারিয়া জাখারোভা আরও বলেন, ‘ব্রিটেনের এই কাজ রানি এলিজাবেথ দ্বিতীয়ের স্মৃতির প্রতি ধর্ম অবমাননার শামিল।’
এদিকে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় সারা বিশ্বের নেতারা অংশগ্রহণ করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যোগ দেবেন কি না তা শুরু থেকেই অস্পষ্ট ছিল।
রানির মৃত্যুর পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছিল, বহু দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ তাঁর প্রজাদের ভালোবাসা ও সম্মান অর্জনের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব করার আনন্দ উপভোগ করেছেন। রুশরা তাঁর প্রজ্ঞার জন্য তাঁকে সম্মান করে। তবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় পুতিনের উপস্থিতি বিবেচনা করা হচ্ছে না।
অন্যদিকে রাশিয়ার এক ঘোরতর প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে তিনি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। তিনি বলেছেন, ‘রানি ছিলেন ব্রিটিশদের মাথার ওপর ছায়ার মতো। তিনি ছিলেন ব্রিটিশদের গর্ব।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকার ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে আমার দুবার দেখা হয়েছিল। যদি সুযোগ পাই, অবশ্যই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেব।’
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথেরে অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর বিষয়টির কড়া সমালোচনা করেছে মস্কো। দেশটি ব্রিটেন কর্তৃক রাশিয়াকে আমন্ত্রণ না জানানোকে ধর্ম অবমাননার শামিল বলে মন্তব্য করেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিশ্লেষকের ধারণা ছিল ইউক্রেন সংকটের কারণে রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে উদ্ভূত কূটনৈতিক শীতলতা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু উপলক্ষে প্রশমিত হতে পারে। তবে সেই সম্ভাবনা তিরোহিত হয়েছে। রাশিয়াকে ডাকা হয়নি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা তাদের জাতীয় শোকের বিষয়টিকে–যা বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে–ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আমাদের চেয়ে এগিয়ে থাকতে ব্যবহার করেছে। যা খুবই অনৈতিক।’
বিবৃতিতে মারিয়া জাখারোভা আরও বলেন, ‘ব্রিটেনের এই কাজ রানি এলিজাবেথ দ্বিতীয়ের স্মৃতির প্রতি ধর্ম অবমাননার শামিল।’
এদিকে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় সারা বিশ্বের নেতারা অংশগ্রহণ করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যোগ দেবেন কি না তা শুরু থেকেই অস্পষ্ট ছিল।
রানির মৃত্যুর পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছিল, বহু দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ তাঁর প্রজাদের ভালোবাসা ও সম্মান অর্জনের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব করার আনন্দ উপভোগ করেছেন। রুশরা তাঁর প্রজ্ঞার জন্য তাঁকে সম্মান করে। তবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় পুতিনের উপস্থিতি বিবেচনা করা হচ্ছে না।
অন্যদিকে রাশিয়ার এক ঘোরতর প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে তিনি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। তিনি বলেছেন, ‘রানি ছিলেন ব্রিটিশদের মাথার ওপর ছায়ার মতো। তিনি ছিলেন ব্রিটিশদের গর্ব।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকার ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে আমার দুবার দেখা হয়েছিল। যদি সুযোগ পাই, অবশ্যই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেব।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৪ মিনিট আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে