অনলাইন ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুও রয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ১৪৪ জন। তাদের মধ্যে ৪১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিক্রিয়ায় কড়া জবাব দেওয়ার হুংকার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার রাতে রেকর্ড করা এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত যে, আমাদের সৈন্যরা রাশিয়ার এই সন্ত্রাসী হামলার কড়া ও তীব্র জবাব দেবে। একটি সমুচিত জবাব দেবে।’ ভাষণটি আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
সুইডেনে সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট তাঁর ভাষণে জানান, সব মিলিয়ে ১৪৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনই শিশু। এ ছাড়া জেলেনস্কি জানান, নিহত সাতজনের মধ্যে শিশুটির নাম সোফিয়া। এ ছাড়া আহতদের মধ্যে ১৫ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে অধিকাংশই একটি গির্জা থেকে ফেরার পথে হামলার শিকার হয়।
চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ চাউস জানিয়েছেন, আহতদের মধ্যে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর দেড় বছরে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সামরিক ও বেসামরিক সহায়তা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ম্যাগাজিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘অর্থের বিবেচনায় পশ্চিমা বিশ্ব জেলেনস্কি প্রশাসনকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রই ৭ হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।’
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুও রয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ১৪৪ জন। তাদের মধ্যে ৪১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিক্রিয়ায় কড়া জবাব দেওয়ার হুংকার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার রাতে রেকর্ড করা এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত যে, আমাদের সৈন্যরা রাশিয়ার এই সন্ত্রাসী হামলার কড়া ও তীব্র জবাব দেবে। একটি সমুচিত জবাব দেবে।’ ভাষণটি আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
সুইডেনে সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট তাঁর ভাষণে জানান, সব মিলিয়ে ১৪৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনই শিশু। এ ছাড়া জেলেনস্কি জানান, নিহত সাতজনের মধ্যে শিশুটির নাম সোফিয়া। এ ছাড়া আহতদের মধ্যে ১৫ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে অধিকাংশই একটি গির্জা থেকে ফেরার পথে হামলার শিকার হয়।
চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ চাউস জানিয়েছেন, আহতদের মধ্যে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর দেড় বছরে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সামরিক ও বেসামরিক সহায়তা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ম্যাগাজিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘অর্থের বিবেচনায় পশ্চিমা বিশ্ব জেলেনস্কি প্রশাসনকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রই ৭ হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।’
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
৩২ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
১ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
২ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৪ ঘণ্টা আগে