রাজার রাজ্যাভিষেকে রাজপরিবারের কে কী করবেন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ মে ২০২৩, ১১: ১৩
Thumbnail image

সারা বিশ্বের বেশির ভাগ মানুষের চোখ থাকবে আজ ব্রিটিশ রাজপরিবারের দিকে। কারণ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে আজ। এর মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের ৭০ বছরের অপেক্ষার শেষ হবে। ১৯৫৩ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। ইতিমধ্যে তাঁরা লন্ডনে পৌঁছেছেন। সারা বিশ্বের ২০৩টি দেশের প্রতিনিধি, ১০০টি দেশের সরকারপ্রধান ও বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যসহ দুই হাজারের বেশি অতিথি যোগ দেবেন বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা কে কী করবেন, তা নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

রাজা তৃতীয় চার্লস
গত বছরের সেপ্টেম্বরে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর রাজার দায়িত্ব নেন তৃতীয় চার্লস। আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও অন্যান্য ১৪টি রাজ্যের রাজা হচ্ছেন। অনুষ্ঠানে তিনি ব্রিটেনকে সমুন্নত রাখার জন্য শপথ নেবেন। এ ছাড়া তাঁকে জেরুজালেমে পবিত্র ‘ক্রিসম তেল’ দিয়ে অভিষিক্ত করা হবে এবং তাঁর মাথায় ক্ষমতার প্রতীক হিসেবে মুকুট পরানো হবে। এরপর তিনি একটি দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেবেন। পরে বাকিংহাম প্যালেসে ফিরে আসবেন। 

স্ত্রী সন্তানসহ প্রিন্স উইলিয়ামকুইন ক্যামিলা
রাজা তৃতীয় চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলা আজকের অভিষেক অনুষ্ঠানে রানি হিসেবে উপস্থিত থাকবেন। প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার সঙ্গে রাজা চার্লসের বিচ্ছেদের পর ক্যামিলাকে ব্রিটেনের সবচেয়ে ঘৃণ্য নারী হিসেবে বহু বছর সংবাদপত্রগুলোতে উপস্থাপন করা হতো। কিন্তু ধীরে ধীরে তিনি সেই দুর্নাম ঘুচিয়ে ফেলেন। 

আজ থেকে ১৮ বছর আগে ক্যামিলাকে বিয়ে করেন রাজা তৃতীয় চার্লস। মৃত্যুর আগে গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে ‘কুইন কনসোর্ট’ উপাধি দিয়ে যান। তবে জরিপ বলছে, ব্রিটেনের জনগণ ক্যামিলার এই উপাধি সহজভাবে নেয়নি এবং এটি নিয়ে তাদের মধ্যে এখনো অস্বস্তি রয়েছে। 

উইলিয়াম, কেট ও তাঁদের সন্তানেরা
রাজা চার্লসের জ্যেষ্ঠ পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম রাজ্যাভিষেকের অন্যতম প্রধান ভূমিকায় থাকবেন। অভিষেক অনুষ্ঠানে তিনি পিতার সামনে নতজানু হয়ে আনুগত্য প্রকাশ ও শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া উইলিয়ামের ৯ বছর বয়সী জ্যেষ্ঠ পুত্র জর্জ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজার শোভাযাত্রায় অংশ নেবে। জর্জ ভবিষ্যৎ রাজসিংহাসনের উত্তরাধিকারী।

প্রিন্স উইলিয়ামের আরও দুটি ছোট সন্তান রয়েছে। ৮ বছর বয়সী শার্লট ও ৫ বছর বয়সী লুই। তারাও নিয়মানুযায়ী রাজপরিবারের তৃতীয় ও চতুর্থ উত্তরাধিকারী। উইলিয়ামের এ দুই সন্তান রাজার বাকিংহাম প্যালেসে ফেরার শোভাযাত্রায় অংশ নেবে। অবশ্য তারা তাদের মা-বাবার একটি গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেবে। 

স্ত্রী সন্তানসহ প্রিন্স হ্যারিপ্রিন্স হ্যারি
রাজা চার্লসের কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারি তাঁর স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাস করেন। তাঁরা রাজপরিবার থেকে স্বেচ্ছায় সরে গেছেন এবং স্বাধীন জীবন যাপন করেন। রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক খুব একটা ভালো নয়।

প্রিন্স হ্যারি তার পরও রাজার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে তিনি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না। রাজার শোভাযাত্রায়ও অংশ নেবেন না। সমবেত জনতার উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে রাজপরিবারের সদস্যরা যখন বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়াবেন, তখন সেখানে হ্যারি উপস্থিত থাকবেন কি না, তা জানা যায়নি। 

তবে মেগান তাঁদের দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই থাকবেন। তাঁদের বড় ছেলে প্রিন্স আর্চি রাজ্যাভিষেকের দিনে চার বছরে পা দেবে। 

চার্লসের বোন অ্যান
রাজা তৃতীয় চার্লসের বোন অ্যান চার্লস শোভাযাত্রায় অংশ নেবেন। তিনি চার্লস ও ক্যামিলার গাড়ির পেছনে থাকবেন। এই স্থানটি ‘গোল্ড স্টিক’ নামে পরিচিত। 

প্রিন্স অ্যান্ড্রু
রানি এলিজাবেথের তৃতীয় সন্তান প্রিন্স অ্যান্ড্রু রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে তিনি আনুষ্ঠানিক কোনো ভূমিকা পালন করবেন না। প্রয়াত মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌনাপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে বন্ধুত্বের অপরাধে প্রিন্স অ্যান্ড্রুকে ব্রিটিশ রাজপরিবার থেকে সরিয়ে দেওয়া হয়। সুতরাং তিনি যেহেতু আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের কেউ নন, তাই তিনি রাজ্যাভিষেক অনুষ্ঠানে কোনো দায়িত্ব পালন করবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত