মাকিভকায় ইউক্রেনের হামলায় ৬৩ সেনা নিহত, রাশিয়ার দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১০: ১৬
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১০: ৪০

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ সেনা নিহতের কথা জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী ছয়টি ‘হিমার্স’ রকেট ছুড়েছে এবং এর মধ্যে দুটি ভূপাতিত করা হয়েছে। চারটি রকেটের আঘাতে মাকিভকায় সেনাদের অস্থায়ী ব্যারাক ধ্বংস হয়ে গেছে এবং ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। 

ইউক্রেন এর আগে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা শহরে হামলায় প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছিল। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছিল, থার্টি ফার্স্টের রাতে চালানো হামলায় অন্তত ৩০০ জন আহত এবং প্রায় ৪০০ জন নিহত হয়েছে। 

সে সময় দোনেৎস্কে রুশপন্থী কর্মকর্তারা সেনা হত্যার এই দাবি অতিরঞ্জিত বলে দাবি করেন। অবশেষে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা নিহতের স্বীকারোক্তি দিয়ে বিবৃতি প্রকাশ করল। 

ইউক্রেনের হামলায় ৬৩ সেনা নিহতের কথা জানিয়েছে রাশিয়াএদিকে ইউক্রেনেও নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মধ্য দিয়ে। ইংরেজি নববর্ষ উদ্‌যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার রাজধানী কিয়েভে হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এর আগে থার্টি ফার্স্টের দিনেও কিয়েভসহ অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত