অনলাইন ডেস্ক
নোবেল বিজয়ীদের পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রাউন বাড়ছে। আজ শুক্রবার পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, ২০২৩ সালে নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার পাবেন। বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা।
গত কয়েক বছরে বেশ কয়েকবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো-কমানো হয়। পুরস্কারদাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতার উপর ভিত্তি করে পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়।
২০১২ সালে আর্থিক অবস্থা ভালো না থাকায় পুরস্কারের অর্থ ১ কোটি ক্রোনা থেকে কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হয়। পাঁচ বছরের মাথায় ১০ লাখ বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা ও ২০২০ সালে আরো ১০ লাখ বাড়িয়ে ১ কোটি ক্রোনা করা হয়।
গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রোনার মূল্য প্রায় ৩০ শতাংশ কমেছে। অর্থাৎ পুরস্কারের অর্থ বাড়ানো হলেও সুইডেনের বাইরে এর তেমন সুফল মিলবে না।
অথচ ২০১৩ সালেই পুরস্কারের অর্থ কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হলেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ১২ লাখ ডলার মূল্যের পুরস্কার পেতেন।
চলতি বছর ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর কয়েক দিনের মধ্যেই পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নোবেল বিজয়ীদের পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রাউন বাড়ছে। আজ শুক্রবার পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, ২০২৩ সালে নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার পাবেন। বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা।
গত কয়েক বছরে বেশ কয়েকবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো-কমানো হয়। পুরস্কারদাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতার উপর ভিত্তি করে পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়।
২০১২ সালে আর্থিক অবস্থা ভালো না থাকায় পুরস্কারের অর্থ ১ কোটি ক্রোনা থেকে কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হয়। পাঁচ বছরের মাথায় ১০ লাখ বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা ও ২০২০ সালে আরো ১০ লাখ বাড়িয়ে ১ কোটি ক্রোনা করা হয়।
গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রোনার মূল্য প্রায় ৩০ শতাংশ কমেছে। অর্থাৎ পুরস্কারের অর্থ বাড়ানো হলেও সুইডেনের বাইরে এর তেমন সুফল মিলবে না।
অথচ ২০১৩ সালেই পুরস্কারের অর্থ কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হলেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ১২ লাখ ডলার মূল্যের পুরস্কার পেতেন।
চলতি বছর ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর কয়েক দিনের মধ্যেই পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৪ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৮ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে