অনলাইন ডেস্ক
নোবেল বিজয়ীদের পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রাউন বাড়ছে। আজ শুক্রবার পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, ২০২৩ সালে নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার পাবেন। বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা।
গত কয়েক বছরে বেশ কয়েকবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো-কমানো হয়। পুরস্কারদাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতার উপর ভিত্তি করে পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়।
২০১২ সালে আর্থিক অবস্থা ভালো না থাকায় পুরস্কারের অর্থ ১ কোটি ক্রোনা থেকে কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হয়। পাঁচ বছরের মাথায় ১০ লাখ বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা ও ২০২০ সালে আরো ১০ লাখ বাড়িয়ে ১ কোটি ক্রোনা করা হয়।
গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রোনার মূল্য প্রায় ৩০ শতাংশ কমেছে। অর্থাৎ পুরস্কারের অর্থ বাড়ানো হলেও সুইডেনের বাইরে এর তেমন সুফল মিলবে না।
অথচ ২০১৩ সালেই পুরস্কারের অর্থ কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হলেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ১২ লাখ ডলার মূল্যের পুরস্কার পেতেন।
চলতি বছর ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর কয়েক দিনের মধ্যেই পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নোবেল বিজয়ীদের পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রাউন বাড়ছে। আজ শুক্রবার পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, ২০২৩ সালে নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার পাবেন। বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা।
গত কয়েক বছরে বেশ কয়েকবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো-কমানো হয়। পুরস্কারদাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতার উপর ভিত্তি করে পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়।
২০১২ সালে আর্থিক অবস্থা ভালো না থাকায় পুরস্কারের অর্থ ১ কোটি ক্রোনা থেকে কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হয়। পাঁচ বছরের মাথায় ১০ লাখ বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা ও ২০২০ সালে আরো ১০ লাখ বাড়িয়ে ১ কোটি ক্রোনা করা হয়।
গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রোনার মূল্য প্রায় ৩০ শতাংশ কমেছে। অর্থাৎ পুরস্কারের অর্থ বাড়ানো হলেও সুইডেনের বাইরে এর তেমন সুফল মিলবে না।
অথচ ২০১৩ সালেই পুরস্কারের অর্থ কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হলেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ১২ লাখ ডলার মূল্যের পুরস্কার পেতেন।
চলতি বছর ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর কয়েক দিনের মধ্যেই পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১১ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১১ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১১ ঘণ্টা আগে