অনলাইন ডেস্ক
ইউক্রেনের বিরুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে রাশিয়া। সোমবার রোমানিয়ার বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বুখারেস্টে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, গ্যাস স্থাপনা এবং জনগণের মৌলিক পরিষেবার মতো অবকাঠামোতে হামলা অব্যাহত রাখতে পারে রাশিয়া।
স্টোলটেনবার্গ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেষ্টা করছেন যুদ্ধে অস্ত্র হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে শীতকে ব্যবহার করতে। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বেসামরিকদের বিরুদ্ধেও শীতকে ব্যবহার করছেন তিনি।’
ন্যাটো মহাসচিব আরও বলেন, ‘রাশিয়ার আরও হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। আর এসব হামলার জেরে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে শীত মৌসুমে রাশিয়া নতুন করে বিধ্বংসী হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘বিদ্যুতের সরবরাহ কম থাকায় সামনে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে। আমাদের সবাইকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা জানি তাঁরা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের প্রতিরক্ষা বাহিনী তৈরি আছে। গোটা ইউক্রেনই তৈরি।’
ইউক্রেনের বিরুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে রাশিয়া। সোমবার রোমানিয়ার বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বুখারেস্টে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, গ্যাস স্থাপনা এবং জনগণের মৌলিক পরিষেবার মতো অবকাঠামোতে হামলা অব্যাহত রাখতে পারে রাশিয়া।
স্টোলটেনবার্গ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেষ্টা করছেন যুদ্ধে অস্ত্র হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে শীতকে ব্যবহার করতে। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বেসামরিকদের বিরুদ্ধেও শীতকে ব্যবহার করছেন তিনি।’
ন্যাটো মহাসচিব আরও বলেন, ‘রাশিয়ার আরও হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। আর এসব হামলার জেরে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে শীত মৌসুমে রাশিয়া নতুন করে বিধ্বংসী হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘বিদ্যুতের সরবরাহ কম থাকায় সামনে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে। আমাদের সবাইকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা জানি তাঁরা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের প্রতিরক্ষা বাহিনী তৈরি আছে। গোটা ইউক্রেনই তৈরি।’
পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছে ইমরান খানের সমর্থকেরা। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা আজ মঙ্গলবার
১ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ কারণ ছিল—মুসলিম ভোটের বিভাজন। যার ফলে, রাজ্য বিধানসভার মুসলিম অধ্যুষিত ৩৮টি আসনের একটি বড় অংশকেই শাসক জোটকে পকেটে পুরতে সহায়তা করেছে
১ ঘণ্টা আগেপাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে
৩ ঘণ্টা আগেদুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া ১০০-এর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে