ডয়চে ভেলে
ভূমধ্যসাগরে পাঁচ অভিযানে ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মাল্টার সমুদ্রের অনুসন্ধান ও উদ্ধার এলাকা থেকে সংকটাপন্ন ৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় ৷ দুর্দশাগ্রস্ত নৌকাটি সম্পর্কে হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেনের কাছে রেডিও বার্তা পাঠায় ভূমধ্যসাগরে টহল দেওয়া বেসামরিক বিমান সি-বার্ড।
বার্তা পেয়েই ঘটনাস্থলের দিকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজটি ৷ হিউম্যানিটি-১ দাবি করেছে, ঘটনাস্থল মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকা হলেও, অভিযানে মাল্টা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা।
সমুদ্রে চলাচলের অনুপযোগী ছোট্ট ধাতব নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের কারও কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা ৷ কয়েক দিন ধরে সমুদ্রের তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে ছিলেন তাঁরা ৷ এর মধ্যেই নৌকায় থাকা পানি ও খাবার ফুরিয়ে যায়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত ৷ নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে হিউম্যানিটি-১ জাহাজে নিয়ে আসা হয়েছে ৷ ২৬ জনের মধ্যে দুজন নারী ও বেশ কয়েকটি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিল।
হিউম্যানিটি-১ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের সবাই পানিশূন্যতায় ভুগছেন ৷ ফলে তাঁরা ভীষণ দুর্বল এবং ক্লান্ত ৷ উদ্ধারকারী জাহাজে তাঁদের পরিচর্যা করা হচ্ছে৷
পরদিন ভোরে আরেকটি কাঠের নৌকায় ৫০ অভিবাসীকে বিপৎসংকুল অবস্থায় দেখতে পায় হিউম্যানিটি-১৷ কিন্তু ইতালি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তাঁদের উদ্ধারে অংশ নিতে পারেনি ৷ তবে উপকূলরক্ষীরা এসে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের আগ পর্যন্ত নৌকাটির কাছাকাছি অবস্থান করছিল হিউম্যানিটি-১৷
এদিকে, উদ্ধার অভিযানের পর হিউম্যানিটি-১ কে অরটোনা বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ইতালি ৷ ১ হাজার ২০০ কিলোমিটারের এই বন্দরে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগবে।
গত শনিবার রাতে উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটি ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও চারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ৷ অভিযান শেষে ১৬০ জনের বেশি অভিবাসীকে নিরাপদে জাহাজে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার রাত ৯টার ঠিক আগে আগে একটি ছোট্ট ধাতব নৌকায় গাদাগাদি করে ওঠা ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজটি ৷ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ ২৭ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, ইতালির উপকূলরক্ষীরা তাঁদের চিকিৎসার জন্য লাম্পেদুসায় নিয়ে যায়।
ওই অভিযান শেষ হতে না হতেই, প্রবল বাতাস আর ঢেউয়ের তোড়ে নাজুক একটি নৌকায় থাকা ৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে কাজ শুরু করে হিউম্যানিটি-১৷ দুটি উদ্ধার অভিযানই সমন্বয় করে রোমের সমুদ্র উদ্ধার সমন্বয় কেন্দ্র।
মধ্যরাতের পর আরও দুটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার শুরু করেন হিউম্যানিটি-১-এর উদ্ধারকর্মীরা ৷ একটি নৌকা থেকে ৪৬ জন এবং অপর নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে ৷ রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসে উদ্ধার অভিযান শেষ হয় ৷ ইতালীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার অভিযান দুটি পরিচালিত হয়।
সব মিলিয়ে হিউম্যানিটি-১ জাহাজে মোট ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ ২৫ নারী ও পাঁচ কিশোরী রয়েছেন ৷ অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ৪০-এরও বেশি ৷ তার মধ্যে দুজন শিশু ৷ বেশির ভাগ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে কোনো অভিভাবক নেই।
গতকাল রোববার ভোরে অরটোনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে হিউম্যানিটি-১। তিন দিনেরও বেশি সময় পর জাহাজটি বন্দরে পৌঁছাবে ৷ ফলে, জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ। জাহাজের ক্যাপ্টেন কাছের কোনো বন্দরে নামার অনুমতি চাইলে, তাতে সাড়া দেয়নি ইতালি কর্তৃপক্ষ।
ভূমধ্যসাগরে পাঁচ অভিযানে ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মাল্টার সমুদ্রের অনুসন্ধান ও উদ্ধার এলাকা থেকে সংকটাপন্ন ৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় ৷ দুর্দশাগ্রস্ত নৌকাটি সম্পর্কে হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেনের কাছে রেডিও বার্তা পাঠায় ভূমধ্যসাগরে টহল দেওয়া বেসামরিক বিমান সি-বার্ড।
বার্তা পেয়েই ঘটনাস্থলের দিকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজটি ৷ হিউম্যানিটি-১ দাবি করেছে, ঘটনাস্থল মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকা হলেও, অভিযানে মাল্টা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা।
সমুদ্রে চলাচলের অনুপযোগী ছোট্ট ধাতব নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের কারও কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা ৷ কয়েক দিন ধরে সমুদ্রের তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে ছিলেন তাঁরা ৷ এর মধ্যেই নৌকায় থাকা পানি ও খাবার ফুরিয়ে যায়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত ৷ নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে হিউম্যানিটি-১ জাহাজে নিয়ে আসা হয়েছে ৷ ২৬ জনের মধ্যে দুজন নারী ও বেশ কয়েকটি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিল।
হিউম্যানিটি-১ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের সবাই পানিশূন্যতায় ভুগছেন ৷ ফলে তাঁরা ভীষণ দুর্বল এবং ক্লান্ত ৷ উদ্ধারকারী জাহাজে তাঁদের পরিচর্যা করা হচ্ছে৷
পরদিন ভোরে আরেকটি কাঠের নৌকায় ৫০ অভিবাসীকে বিপৎসংকুল অবস্থায় দেখতে পায় হিউম্যানিটি-১৷ কিন্তু ইতালি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তাঁদের উদ্ধারে অংশ নিতে পারেনি ৷ তবে উপকূলরক্ষীরা এসে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের আগ পর্যন্ত নৌকাটির কাছাকাছি অবস্থান করছিল হিউম্যানিটি-১৷
এদিকে, উদ্ধার অভিযানের পর হিউম্যানিটি-১ কে অরটোনা বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ইতালি ৷ ১ হাজার ২০০ কিলোমিটারের এই বন্দরে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগবে।
গত শনিবার রাতে উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটি ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও চারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ৷ অভিযান শেষে ১৬০ জনের বেশি অভিবাসীকে নিরাপদে জাহাজে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার রাত ৯টার ঠিক আগে আগে একটি ছোট্ট ধাতব নৌকায় গাদাগাদি করে ওঠা ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজটি ৷ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ ২৭ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, ইতালির উপকূলরক্ষীরা তাঁদের চিকিৎসার জন্য লাম্পেদুসায় নিয়ে যায়।
ওই অভিযান শেষ হতে না হতেই, প্রবল বাতাস আর ঢেউয়ের তোড়ে নাজুক একটি নৌকায় থাকা ৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে কাজ শুরু করে হিউম্যানিটি-১৷ দুটি উদ্ধার অভিযানই সমন্বয় করে রোমের সমুদ্র উদ্ধার সমন্বয় কেন্দ্র।
মধ্যরাতের পর আরও দুটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার শুরু করেন হিউম্যানিটি-১-এর উদ্ধারকর্মীরা ৷ একটি নৌকা থেকে ৪৬ জন এবং অপর নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে ৷ রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসে উদ্ধার অভিযান শেষ হয় ৷ ইতালীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার অভিযান দুটি পরিচালিত হয়।
সব মিলিয়ে হিউম্যানিটি-১ জাহাজে মোট ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ ২৫ নারী ও পাঁচ কিশোরী রয়েছেন ৷ অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ৪০-এরও বেশি ৷ তার মধ্যে দুজন শিশু ৷ বেশির ভাগ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে কোনো অভিভাবক নেই।
গতকাল রোববার ভোরে অরটোনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে হিউম্যানিটি-১। তিন দিনেরও বেশি সময় পর জাহাজটি বন্দরে পৌঁছাবে ৷ ফলে, জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ। জাহাজের ক্যাপ্টেন কাছের কোনো বন্দরে নামার অনুমতি চাইলে, তাতে সাড়া দেয়নি ইতালি কর্তৃপক্ষ।
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
১ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৩ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৪ ঘণ্টা আগে