অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে জি–৭ নেতাদের করা ব্যঙ্গের কড়া জবাব দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, জি–৭ ভুক্ত দেশগুলোর নেতারা যদি গায়ের শার্ট খুলে ফেলেন তবে তাঁদের খুবই বিশ্রী দেখাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তাঁকে নিয়ে করা জবাব দেওয়ার পাশাপাশি তাঁদের পরামর্শও দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাঁরা যদি আমার মতো ফিট হতে চায় তবে তাঁদের উচিত হবে মদ ছেড়ে দেওয়া এবং প্রচুর খেলাধুলা করা।’
সংবাদ সম্মেলনে পুতিন বরিস জনসনের দাবি—‘পুতিন নারী হলে ইউক্রেন আক্রমণ করতেন না’ এই বক্তব্যও প্রত্যাখ্যান করেন। পুতিন বলেন, ‘বিষয়টি ঠিক নয়।’ এ সময় তিনি ব্রিটিশ নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নেতৃত্বে ব্রিটেনের ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়ার উদাহরণও দেন।
এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোতে প্রেসিডেন্ট পুতিনের বেশ কিছু শার্ট খোলা ছবি প্রকাশ পায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা–সমালোচনাও হয়। সর্বশেষ গত সপ্তাহে জার্মানিতে হয়ে যাওয়া জি–৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে খোঁচা দিয়ে ব্যঙ্গ করেন। সে সময় বরিস জনসন বলেন, আমাদের উচিত শার্ট খুলে তাঁদের দেখিয়ে দেওয়া যে আমরা তাদের চেয়ে শক্তিশালী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং জি–৭ ভুক্ত দেশগুলোর নেতাদের পরিপ্রেক্ষিতেই পুতিন এমন কড়া জবাব দিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে জি–৭ নেতাদের করা ব্যঙ্গের কড়া জবাব দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, জি–৭ ভুক্ত দেশগুলোর নেতারা যদি গায়ের শার্ট খুলে ফেলেন তবে তাঁদের খুবই বিশ্রী দেখাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তাঁকে নিয়ে করা জবাব দেওয়ার পাশাপাশি তাঁদের পরামর্শও দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাঁরা যদি আমার মতো ফিট হতে চায় তবে তাঁদের উচিত হবে মদ ছেড়ে দেওয়া এবং প্রচুর খেলাধুলা করা।’
সংবাদ সম্মেলনে পুতিন বরিস জনসনের দাবি—‘পুতিন নারী হলে ইউক্রেন আক্রমণ করতেন না’ এই বক্তব্যও প্রত্যাখ্যান করেন। পুতিন বলেন, ‘বিষয়টি ঠিক নয়।’ এ সময় তিনি ব্রিটিশ নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নেতৃত্বে ব্রিটেনের ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়ার উদাহরণও দেন।
এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোতে প্রেসিডেন্ট পুতিনের বেশ কিছু শার্ট খোলা ছবি প্রকাশ পায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা–সমালোচনাও হয়। সর্বশেষ গত সপ্তাহে জার্মানিতে হয়ে যাওয়া জি–৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে খোঁচা দিয়ে ব্যঙ্গ করেন। সে সময় বরিস জনসন বলেন, আমাদের উচিত শার্ট খুলে তাঁদের দেখিয়ে দেওয়া যে আমরা তাদের চেয়ে শক্তিশালী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং জি–৭ ভুক্ত দেশগুলোর নেতাদের পরিপ্রেক্ষিতেই পুতিন এমন কড়া জবাব দিলেন।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
১৬ মিনিট আগেবাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভা সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে এই বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল
১ ঘণ্টা আগেকুয়েতে ঘরের ভেতরে চোখ ও হাত বেঁধে এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
১ ঘণ্টা আগেআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। গত মঙ্গলবার রয়টার্স-ইপসোস প্রকাশিত জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ কমলা হ্যারিস এবং ৪৩ শতাংশ ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। বাকি ১৩ শতাংশ লিবার্টেরিয়ান পার্টি, গ্রিন পার্টিসহ অন্যদের
২ ঘণ্টা আগে