অনলাইন ডেস্ক
ফ্রান্সের কর্সিকা দ্বীপে ভয়াবহ বজ্রপাত এবং প্রবল বাতাসের কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কর্সিকার পুলিশ জানিয়েছে, গত তিন দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছিল কর্সিকায়। প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাস এবং বজ্রপাতও ছিল। আজ সকালের দিকেই বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। বাকি দুজন মারা যান আরও পরে। তবে তাঁরা ঠিক কোথায় কোন অবস্থায় মারা যান তা জানানো হয়নি কর্সিকা পুলিশের পক্ষ থেকে।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ বৃহস্পতিবার কর্সিকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে প্রতি ঘণ্টায় ২২৪ কিলোমিটার। যা মাইলের হিসাবে প্রতি ঘণ্টায় ১৪০ মাইল। সর্বশেষ এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের আগে পর্যটনের জন্য বিখ্যাত ফরাসি এই দ্বীপটি দীর্ঘ সময় খরার মধ্য দিয়ে গেছে।
কর্সিকা পুলিশ জানিয়েছে, বজ্রপাত ও প্রবল বাতাসের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। ঝড়ের সময় তার ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া, নিহতদের মধ্যে ৭২ বছরের এক বৃদ্ধাও রয়েছেন। কর্সিকার সমুদ্র সৈকতের একটি ঘরে অবস্থান করছিলেন তিনি। ঝড়ের মধ্যে একটি গাড়ি তাঁর ঘরের ওপর উঠে গেলে তিনি মারা যান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বজ্রপাত এবং বাতাসের কারণে দ্বীপটির অন্তত ১০০০ বাসিন্দা বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছেন।
ফ্রান্সের কর্সিকা দ্বীপে ভয়াবহ বজ্রপাত এবং প্রবল বাতাসের কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কর্সিকার পুলিশ জানিয়েছে, গত তিন দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছিল কর্সিকায়। প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাস এবং বজ্রপাতও ছিল। আজ সকালের দিকেই বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। বাকি দুজন মারা যান আরও পরে। তবে তাঁরা ঠিক কোথায় কোন অবস্থায় মারা যান তা জানানো হয়নি কর্সিকা পুলিশের পক্ষ থেকে।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ বৃহস্পতিবার কর্সিকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে প্রতি ঘণ্টায় ২২৪ কিলোমিটার। যা মাইলের হিসাবে প্রতি ঘণ্টায় ১৪০ মাইল। সর্বশেষ এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের আগে পর্যটনের জন্য বিখ্যাত ফরাসি এই দ্বীপটি দীর্ঘ সময় খরার মধ্য দিয়ে গেছে।
কর্সিকা পুলিশ জানিয়েছে, বজ্রপাত ও প্রবল বাতাসের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। ঝড়ের সময় তার ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া, নিহতদের মধ্যে ৭২ বছরের এক বৃদ্ধাও রয়েছেন। কর্সিকার সমুদ্র সৈকতের একটি ঘরে অবস্থান করছিলেন তিনি। ঝড়ের মধ্যে একটি গাড়ি তাঁর ঘরের ওপর উঠে গেলে তিনি মারা যান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বজ্রপাত এবং বাতাসের কারণে দ্বীপটির অন্তত ১০০০ বাসিন্দা বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছেন।
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
১ ঘণ্টা আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেগাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনার নেতৃত্ব দিতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বোঝাতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ব্যর্থ হওয়ার পর...
১ ঘণ্টা আগেবিচ্ছিন্ন একটি ঘোড়ার মাথা এবং পেটের বাচ্চাসহ কেটে ফেলা একটি মৃত গরু খুঁজে পাওয়া গেছে ইতালির সিসিলির এক শহরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। এদিকে কর্তৃপক্ষ একে দেখছে মাফিয়ার পাঠানো এক হুমকি বা সতর্ক সংকেত হিসেবে।
১ ঘণ্টা আগে