ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী বুলগেরিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০৯: ২৭
আপডেট : ১২ মার্চ ২০২২, ১০: ৩৭

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে বুলগেরিয়া। দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, তারা চাইলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করতে পারে বুলগেরিয়া। বুলগেরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমন্বয় করে আলোচনার জন্য জায়গা নির্ধারণ করবে বুলগেরিয়া—এমনটি বলেছেন প্রেসিডেন্ট রুমেন রাদেভ। 

রাদেভ আরও বলেছেন, ‘আমরা ইইউর সদস্য। ইউরোপে চলমান এই সংকট সমাধানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা উচিত।’ 

যুক্তরাজ্যের ইউরোপ ও উত্তর আমেরিকাবিষয়ক প্রতিমন্ত্রী জেমস ক্লেভারলি ইউক্রেন-সংকট নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করতে গতকাল শুক্রবার বুলগেরিয়ায় গেছেন। ক্লেভারলি বলেন, ন্যাটোর মিত্র হিসেবে যুক্তরাজ্য ও বুলগেরিয়া অবশ্যই রাশিয়ার এই অযাচিত আক্রমণের বিরোধিতা করে। 

ক্লেভারলি আরও বলেন, বুলগেরিয়াই প্রথম দেশ, যারা তাদের আকাশ রুশ বিমানের জন্য নিষিদ্ধ করেছে। 

এর আগে গত ১০ মার্চ তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই আলোচনা শেষ হয়েছে। তারও আগে বেলারুশের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কোনো আলোচনাই শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে পারেনি। এবার বুলগেরিয়া আলোচনা আয়োজনের প্রস্তাব দিল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত