অনলাইন ডেস্ক
ইউক্রেনের আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোর কাছে আবেদন করেছিল ইউক্রেন। কিন্তু ন্যাটো সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। গতকাল শুক্রবার ব্রাসেলসে বৈঠকের পর ন্যাটো তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ন্যাটোর এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি গত রাতে এক ভাষণে বলেন, ‘আজ ইউক্রেনে যারা মারা যাচ্ছে, তারা আপনাদের কারণে, আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের ঐক্যের অভাবের কারণে মারা যাচ্ছে।’
গতকাল বৈঠকের পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে গেলে ন্যাটো বাহিনীকে রুশ বিমান ভূপাতিত করতে হবে। আর এটা করতে গেলে পুরো ইউরোপে যুদ্ধ লেগে যেতে পারে। তখন অনেক দেশ যুক্ত হবে এই যুদ্ধে। ন্যাটো এই সংঘাতের অংশ হতে রাজি নয়।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ব্যাপক বিধ্বংসী পরিণাম নেমে আসবে। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’
ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের পর গতকাল রাতে টেলিভিশনে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটো আজ একটি ব্যর্থ সম্মেলন করল। অত্যন্ত দুর্বল সম্মেলন এটি। আজ তারা নো ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়ে ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে আরও বেশি বোমা হামলার সবুজ সংকেত দিয়ে দিল।’
এখন থেকে ইউক্রেনের যত মানুষ মারা যাবে, তার দায় ন্যাটোকে নিতে হবে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা আলোর যোদ্ধা। ইউরোপের ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে।’
ইউক্রেনের আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোর কাছে আবেদন করেছিল ইউক্রেন। কিন্তু ন্যাটো সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। গতকাল শুক্রবার ব্রাসেলসে বৈঠকের পর ন্যাটো তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ন্যাটোর এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি গত রাতে এক ভাষণে বলেন, ‘আজ ইউক্রেনে যারা মারা যাচ্ছে, তারা আপনাদের কারণে, আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের ঐক্যের অভাবের কারণে মারা যাচ্ছে।’
গতকাল বৈঠকের পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে গেলে ন্যাটো বাহিনীকে রুশ বিমান ভূপাতিত করতে হবে। আর এটা করতে গেলে পুরো ইউরোপে যুদ্ধ লেগে যেতে পারে। তখন অনেক দেশ যুক্ত হবে এই যুদ্ধে। ন্যাটো এই সংঘাতের অংশ হতে রাজি নয়।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ব্যাপক বিধ্বংসী পরিণাম নেমে আসবে। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’
ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের পর গতকাল রাতে টেলিভিশনে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটো আজ একটি ব্যর্থ সম্মেলন করল। অত্যন্ত দুর্বল সম্মেলন এটি। আজ তারা নো ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়ে ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে আরও বেশি বোমা হামলার সবুজ সংকেত দিয়ে দিল।’
এখন থেকে ইউক্রেনের যত মানুষ মারা যাবে, তার দায় ন্যাটোকে নিতে হবে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা আলোর যোদ্ধা। ইউরোপের ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে।’
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জালাউনের এক নার্সকে দুই ব্যক্তি নির্মমভাবে ধর্ষণ করেছে। কেবল তাই নয়, ধর্ষণের পর সেই নার্সের গোপনাঙ্গে মরিচের গুঁড়াও ছিটানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
১ ঘণ্টা আগেরুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক প্রোক্রেমলিন দেশটির সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝারি পাল্লার, তবে এই পাল্লার সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছাতে পারে।
২ ঘণ্টা আগেদিল্লিতে একটি বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা বিজেপি সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার পর মেয়েরা ঘর থেকে বের হতে পারেন না।’
২ ঘণ্টা আগেউগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে ১৭ মিলিয়ন ডলার চুরি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ। চুরি হওয়া অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে