আজকের পত্রিকা ডেস্ক
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।
দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।
দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।
অ্যারিজোনার বাসিন্দা ওই যুবক সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একাধিক ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ভিডিওগুলোর একটিতে তাঁকে একটি এআর-১৫ মডেলের রাইফেল হাতে ধরে থাকতে দেখা যায় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে
১ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশ রাজ্যের জালাউনের এক নার্সকে দুই ব্যক্তি নির্মমভাবে ধর্ষণ করেছে। কেবল তাই নয়, ধর্ষণের পর সেই নার্সের গোপনাঙ্গে মরিচের গুঁড়াও ছিটানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
২ ঘণ্টা আগেরুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক প্রোক্রেমলিন দেশটির সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝারি পাল্লার, তবে এই পাল্লার সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছাতে পারে।
২ ঘণ্টা আগেদিল্লিতে একটি বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা বিজেপি সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার পর মেয়েরা ঘর থেকে বের হতে পারেন না।’
৩ ঘণ্টা আগে