Ajker Patrika

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮: ৩৯
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দেড় বছরের বেশি সময়ে ইউক্রেনের ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধে আহত হয়েছে আরও অন্তত ১৫ হাজারেরও বেশি।

সরকারের তথ্য উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, গত বছর ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরুর পর নিহত সহস্রাধিক মানুষের মধ্যে প্রায় ৫০০ শিশু আছে।

স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বলেন, নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু।

বেলোসভ মনে করেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারের পর এ সংখ্যা ‘বহুগুণ বেড়ে যেতে পারে’। তিনি বলেন, ‘আমার ধারণা শুধু মারিউপোলেই হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।’

গত ৭ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৯ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে; যার মধ্যে ৫০০-এর বেশি শিশু রয়েছে। তবে প্রকৃত সংখ্য আরও বেশি হতে পারে।

জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যে পরিসংখ্যা দিচ্ছে, তার সঙ্গে ইউক্রেনের এই সংখ্যার মিল আছে।  

বেলোসভ আরও বলেন, ইউক্রেনে আগ্রাসনের সময় রুশ বাহিনীর যুদ্ধাপরাধের ৯৮ হাজার ঘটনার তথ্য তাঁর কার্যালয়ের কাছে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত