রাশিয়ার নাম না নিয়ে ইউক্রেন প্রসঙ্গ, নয়াদিল্লি ঘোষণা ‘ভারসাম্যপূর্ণ’

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ২৮
Thumbnail image

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর ‘নয়াদিল্লি ঘোষণার’ প্রশংসা করেছে রাশিয়া। দেশটি জোটের ১০ দফা ‘নয়াদিল্লি ঘোষণাকে’ ভারসাম্যপূর্ণ বলে আখ্যা দিয়েছে। জি-২০ জোটে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি বা আলোচক সভেতলানা লুকাশ এ কথা বলেছেন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কোনো সমালোচনাই করা হয়নি ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে। মস্কোর কোনো সমালোচনা করা ছাড়াই গৃহীত হয়েছে জোটে ১০ দফা ঘোষণাপত্র। সম্মেলনের প্রথম দিন ৯ সেপ্টেম্বর এই ঘোষণাপত্র গৃহীত হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ ‘এক বিশ্ব, এক পরিবার’ গড়ার বিষয়ে সম্মত হয়। এ লক্ষ্যে জোটের দেশগুলো নয়া দিল্লিতে ১০ দফার ঘোষণা দেয়। যেটিকে বলা হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা’। জোটের বর্তমান সভাপতি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। 

নয়াদিল্লি ঘোষণার প্রস্তাবনায় বলা হয়েছে, এই একমাত্র পৃথিবীতে আমরা একটি পরিবার এবং আমাদের ভবিষ্যৎও একই। তবে সারা বিশ্বকে একই পরিবার বলা হলেও এই সম্মেলনে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সরাসরি নাম উল্লেখ করে কোনো সমালোচনা করা হয়নি। 

সম্মেলনের প্রথম দিনে জোটের নেতার জোর করে কোনো দেশের ভূখণ্ড দখল করার বিষয়টি সমালোচনা করেন। তবে এ সময় তাঁরা রাশিয়ার নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন। এ সময় তাঁরা প্রতিটি দেশের জাতীয় অবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর আরোপ করেন। 

সভেতলানা লুকাশ বলেছেন, ‘ইউক্রেন ইস্যুতে সেখানে (জি-২০ সম্মেলনে) গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে ব্রিকসভুক্ত দেশগুলো এবং অন্যান্য অংশীদারেরা সম্মিলিতভাবে কাজ করেছেন। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি পরিবেশ প্রতিফলিত হয়েছে সেখানে।’

এদিকে ইউক্রেনের নেতারা রাশিয়ার কোনো সমালোচনা না করায় জি-২০ নেতাদের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, এই ঘোষণায় গর্বিত হওয়ার কিছু নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত