অনলাইন ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ক্ষেত্রে ইউক্রেন আর মাত্র ৩০ দিন বা তার চেয়ে অল্প কিছু সময় বেশি পাবে। এর পরপরই আবহাওয়ার বাধার কারণে কিয়েভের সৈন্যরা আর পাল্টা আক্রমণ চালিয়ে নিতে সক্ষম হবে না। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
বিবিসির সাংবাদিক লরা কোয়েনসবার্গের সঞ্চালনায় জেনারেল মার্ক মিলি বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ইউক্রেনীয় সৈন্যদের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সহজ হবে না। ঠান্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই, চলাফেরাও কঠিন হয়ে পড়বে।
মার্কিন শীর্ষ জেনারেল এ সময় স্বীকার করে নেন যে, পাল্টা আক্রমণ চালিয়ে ইউক্রেন খুব বেশি কিছু অর্জন করতে পারেনি। তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়ে অনেক ধীরে অগ্রগতি অর্জিত হচ্ছে। এখনো রণক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। ইউক্রেনীয়রা এখনো ধীরগতিতে হলেও এগিয়ে যাচ্ছে।’
পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে—এমনটা মানতেও নারাজ মার্ক মিলি। তিনি বলেন, ‘এ সময় পাল্টা আক্রমণের বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করাটা অনেক অগ্রিম হয়ে যায়। কারণ এখনো ধীর কিন্তু ধারাবাহিকভাবে ইউক্রেনীয়রা রাশিয়ার সৈন্যদের পিছু হটতে বাধ্য করছে।’ তিনি বলেন, ‘এখনো হাতে উল্লেখযোগ্য পরিমাণ সময় আছে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন সময় এখনো রয়েছে শীত আসার, তাই ইউক্রেনীয়দের আশা এখনো ফুরিয়ে যায়নি।’
মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, ‘রণক্ষেত্রে যুদ্ধ এখনো শেষ হয়নি...তারা (ইউক্রেনীয়রা) এখনো সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, যা এত দিন ধরে অর্জনের চেষ্টা করে আসছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কয়েক মাসের মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। পরে চলতি বছরের গ্রীষ্মে ইউক্রেন সেই হারানো ভূমি পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও দেশটি এখনো সেই অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ক্ষেত্রে ইউক্রেন আর মাত্র ৩০ দিন বা তার চেয়ে অল্প কিছু সময় বেশি পাবে। এর পরপরই আবহাওয়ার বাধার কারণে কিয়েভের সৈন্যরা আর পাল্টা আক্রমণ চালিয়ে নিতে সক্ষম হবে না। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
বিবিসির সাংবাদিক লরা কোয়েনসবার্গের সঞ্চালনায় জেনারেল মার্ক মিলি বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ইউক্রেনীয় সৈন্যদের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সহজ হবে না। ঠান্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই, চলাফেরাও কঠিন হয়ে পড়বে।
মার্কিন শীর্ষ জেনারেল এ সময় স্বীকার করে নেন যে, পাল্টা আক্রমণ চালিয়ে ইউক্রেন খুব বেশি কিছু অর্জন করতে পারেনি। তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়ে অনেক ধীরে অগ্রগতি অর্জিত হচ্ছে। এখনো রণক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। ইউক্রেনীয়রা এখনো ধীরগতিতে হলেও এগিয়ে যাচ্ছে।’
পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে—এমনটা মানতেও নারাজ মার্ক মিলি। তিনি বলেন, ‘এ সময় পাল্টা আক্রমণের বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করাটা অনেক অগ্রিম হয়ে যায়। কারণ এখনো ধীর কিন্তু ধারাবাহিকভাবে ইউক্রেনীয়রা রাশিয়ার সৈন্যদের পিছু হটতে বাধ্য করছে।’ তিনি বলেন, ‘এখনো হাতে উল্লেখযোগ্য পরিমাণ সময় আছে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন সময় এখনো রয়েছে শীত আসার, তাই ইউক্রেনীয়দের আশা এখনো ফুরিয়ে যায়নি।’
মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, ‘রণক্ষেত্রে যুদ্ধ এখনো শেষ হয়নি...তারা (ইউক্রেনীয়রা) এখনো সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, যা এত দিন ধরে অর্জনের চেষ্টা করে আসছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কয়েক মাসের মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। পরে চলতি বছরের গ্রীষ্মে ইউক্রেন সেই হারানো ভূমি পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও দেশটি এখনো সেই অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৯ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৯ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৯ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১০ ঘণ্টা আগে