অনলাইন ডেস্ক
রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা। প্রথমে কিয়েভ বিষয়টি স্বীকার না করলেও অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাশিয়া আমাদের দেশে যুদ্ধ এনেছে, এখন তারা বুঝুক তারা আসলে কী করেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি এই বক্তব্য দেন। তিনি তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘রাশিয়া আমাদের দেশে যুদ্ধ এনেছে, এখন তারা বুঝুক তারা আসলে কী করেছে।’
এ সময় তিনি ইউক্রেনের সশস্ত্রবাহিনীর প্রশংসা করে বলেন, ‘আমি আমাদের প্রতিটি যোদ্ধা, প্রতিটি সৈনিক এবং কমান্ডারের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের ইউক্রেনীয় অবস্থানের প্রতিরক্ষা এবং আমাদের প্রতিরক্ষামূলক কাজগুলোকে নিশ্চিত করে চলেছেন নিরলসভাবে। ইউক্রেনীয়রা জানে কীভাবে তাদের লক্ষ্য অর্জন করতে হয়।’
এর আগে, গত ৫-৬ আগস্ট রাতে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ভারী গোলাবর্ষণ করে। ইউক্রেন সীমান্ত থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত রুশ শহর সুদঝার ট্যাংক, সাঁজোয়া যানসহ ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। এর পরপরই শহরটিকে কেন্দ্র করে ব্যাপক আক্রমণ শুরু করে ইউক্রেন।
প্রায় আড়াই বছর ধরে চলা যুদ্ধে এর আগে, ইউক্রেনীয় সেনারা কখনোই রাশিয়ার এতটা গভীরে ঢুকতে পারেনি। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। রুশ সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে কিয়েভপন্থী বাহিনী প্রায় ১ হাজার সেনা ও দুই ডজনেরও বেশি সাঁজোয়া যান এবং ট্যাংক ট্যাংক নিয়ে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, ‘ইউক্রেনীয় বাহিনী ক্রমাগত আক্রমণাত্মক অভিযানের মধ্যে রাশিয়ার কুরস্ক ওব্লাস্তের ১০ কিলোমিটার (৬ মাইল) পর্যন্ত নিশ্চিতভাবে এগিয়ে গেছে।’ সংস্থাটি বলেছে, ‘কুরস্ক ওব্লাস্তে ইউক্রেনের অগ্রগতির বর্তমান নিশ্চিত সীমা এবং অবস্থান নির্দেশ করে যে, ইউক্রেনীয় বাহিনী কমপক্ষে দুটি রুশ প্রতিরক্ষা লাইন ও একটি শক্তিশালী ঘাঁটিতে পদানত করেছে।’
ইউক্রেনের এই অগ্রগতি মূলত রাশিয়ার সুদঝা শহরকে কেন্দ্র করে। শহরটিতে অন্তত ৫ হাজার বাসিন্দা আছে। এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। মস্কোর সরকারি কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও রুশ ব্লগাররা বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা। প্রথমে কিয়েভ বিষয়টি স্বীকার না করলেও অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাশিয়া আমাদের দেশে যুদ্ধ এনেছে, এখন তারা বুঝুক তারা আসলে কী করেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি এই বক্তব্য দেন। তিনি তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘রাশিয়া আমাদের দেশে যুদ্ধ এনেছে, এখন তারা বুঝুক তারা আসলে কী করেছে।’
এ সময় তিনি ইউক্রেনের সশস্ত্রবাহিনীর প্রশংসা করে বলেন, ‘আমি আমাদের প্রতিটি যোদ্ধা, প্রতিটি সৈনিক এবং কমান্ডারের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের ইউক্রেনীয় অবস্থানের প্রতিরক্ষা এবং আমাদের প্রতিরক্ষামূলক কাজগুলোকে নিশ্চিত করে চলেছেন নিরলসভাবে। ইউক্রেনীয়রা জানে কীভাবে তাদের লক্ষ্য অর্জন করতে হয়।’
এর আগে, গত ৫-৬ আগস্ট রাতে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ভারী গোলাবর্ষণ করে। ইউক্রেন সীমান্ত থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত রুশ শহর সুদঝার ট্যাংক, সাঁজোয়া যানসহ ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। এর পরপরই শহরটিকে কেন্দ্র করে ব্যাপক আক্রমণ শুরু করে ইউক্রেন।
প্রায় আড়াই বছর ধরে চলা যুদ্ধে এর আগে, ইউক্রেনীয় সেনারা কখনোই রাশিয়ার এতটা গভীরে ঢুকতে পারেনি। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। রুশ সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে কিয়েভপন্থী বাহিনী প্রায় ১ হাজার সেনা ও দুই ডজনেরও বেশি সাঁজোয়া যান এবং ট্যাংক ট্যাংক নিয়ে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, ‘ইউক্রেনীয় বাহিনী ক্রমাগত আক্রমণাত্মক অভিযানের মধ্যে রাশিয়ার কুরস্ক ওব্লাস্তের ১০ কিলোমিটার (৬ মাইল) পর্যন্ত নিশ্চিতভাবে এগিয়ে গেছে।’ সংস্থাটি বলেছে, ‘কুরস্ক ওব্লাস্তে ইউক্রেনের অগ্রগতির বর্তমান নিশ্চিত সীমা এবং অবস্থান নির্দেশ করে যে, ইউক্রেনীয় বাহিনী কমপক্ষে দুটি রুশ প্রতিরক্ষা লাইন ও একটি শক্তিশালী ঘাঁটিতে পদানত করেছে।’
ইউক্রেনের এই অগ্রগতি মূলত রাশিয়ার সুদঝা শহরকে কেন্দ্র করে। শহরটিতে অন্তত ৫ হাজার বাসিন্দা আছে। এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। মস্কোর সরকারি কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও রুশ ব্লগাররা বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৯ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৯ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৯ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৯ ঘণ্টা আগে