অনলাইন ডেস্ক
ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর ইভান ফেদোরভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গভর্নর ফেদোরভ টেলিগ্রামে কিছু ছবি ও ভিডিও শেয়ার করে জানান, একটি গ্যারেজ এবং সার্ভিস স্টেশন লক্ষ্য করে বোমা হামলা চালায় রাশিয়া। আহতদের মধ্যে চার ও ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।
একই দিনে ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-এ রুশ বাহিনীর আক্রমণে অন্তত দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবাদানকারী একটি সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু।
সংস্থাটি জানিয়েছে, তিনতলা একটি ভবন লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এই হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের আবাসিক ভবন ছাড়াও অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রিভি রিহ দক্ষিণ ইউক্রেনের ফ্রন্ট লাইনের প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর। ২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর পর থেকে বারবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে এই শহরটি।
এদিকে, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো মিনস্কে বৈঠক করেন। সেখানে তাঁরা একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।
পুতিন জানান, চুক্তির আওতায় বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার সম্ভাবনা বিবেচনা করছে রাশিয়া। যা শত্রুদের আক্রমণের জবাবে ব্যবহৃত হতে পারে। এ ছাড়া, ২০২৫ সালে রাশিয়ার নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করা হতে পারে বলেও জানান পুতিন।
রাশিয়া গত মাসে ইউক্রেনের ডিনিপ্রো শহরে প্রথমবার পারমাণবিক অস্ত্র ধারণ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। যা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
ওরেশনিক একটি মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির পাঁচগুণে চলতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে। এটি শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণের জবাবে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই পদক্ষেপকে আরেক দফা ‘রুশ পাগলামি’ আখ্যায়িত করে পশ্চিমা মিত্রদের কাছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আবেদন জানিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি রুশ হামলার ধরন এবং নতুন ধরনের অস্ত্রের ব্যবহার ইউক্রেন যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর ইভান ফেদোরভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গভর্নর ফেদোরভ টেলিগ্রামে কিছু ছবি ও ভিডিও শেয়ার করে জানান, একটি গ্যারেজ এবং সার্ভিস স্টেশন লক্ষ্য করে বোমা হামলা চালায় রাশিয়া। আহতদের মধ্যে চার ও ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।
একই দিনে ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-এ রুশ বাহিনীর আক্রমণে অন্তত দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবাদানকারী একটি সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু।
সংস্থাটি জানিয়েছে, তিনতলা একটি ভবন লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এই হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের আবাসিক ভবন ছাড়াও অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রিভি রিহ দক্ষিণ ইউক্রেনের ফ্রন্ট লাইনের প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর। ২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর পর থেকে বারবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে এই শহরটি।
এদিকে, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো মিনস্কে বৈঠক করেন। সেখানে তাঁরা একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।
পুতিন জানান, চুক্তির আওতায় বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার সম্ভাবনা বিবেচনা করছে রাশিয়া। যা শত্রুদের আক্রমণের জবাবে ব্যবহৃত হতে পারে। এ ছাড়া, ২০২৫ সালে রাশিয়ার নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করা হতে পারে বলেও জানান পুতিন।
রাশিয়া গত মাসে ইউক্রেনের ডিনিপ্রো শহরে প্রথমবার পারমাণবিক অস্ত্র ধারণ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। যা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
ওরেশনিক একটি মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির পাঁচগুণে চলতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে। এটি শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণের জবাবে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই পদক্ষেপকে আরেক দফা ‘রুশ পাগলামি’ আখ্যায়িত করে পশ্চিমা মিত্রদের কাছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আবেদন জানিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি রুশ হামলার ধরন এবং নতুন ধরনের অস্ত্রের ব্যবহার ইউক্রেন যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। আর এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় শহর কাজানে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।
২ ঘণ্টা আগেসিরিয়ায় বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং দেশের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে
২ ঘণ্টা আগেসম্প্রতি শেষ হলো জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিশ্বব্যাপী কনসার্টের ইরাস ট্যুর। বিশ্বসংগীতের ইতিহাসের বৃহত্তম এই কনসার্ট ট্যুরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। তবে তাঁর এক ভক্ত এই গানের উন্মাদনায় মাততে জড়িয়েছেন মারাত্মক অপরাধে।
৩ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জলপথ পানামা খালের মালিকা পানামা কর্তৃপক্ষের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, পানামা কর্তৃপক্ষ মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোর ওপর অত্যধিক ফি আরোপ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
৩ ঘণ্টা আগে