অনলাইন ডেস্ক
তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাসের পক্ষে ভোটাভুটি হয়েছে। এই আইন পাস হলে মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে উঠে যাবে তালেবানের নাম। রাশিয়ার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৭ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক বেশ উষ্ণ হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে তালেবানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে একটি কার্যকর মিত্র হিসেবে উল্লেখ করেন। আফগানিস্তান থেকে ইসলামিক স্টেট (আইএস)-এর হুমকি মোকাবিলায় তালেবানের ভূমিকা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা তাদের নারী অধিকারবিরোধী নীতিমালা। আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ সীমিত করা, তাদের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কাজের নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে। এই অবস্থায় রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ইতিহাস জটিল। ১৯৭৯ সালে সোভিয়েত সেনারা আফগানিস্তানে প্রবেশ করেছিল, কিন্তু মুজাহিদীন যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে এক দশকের মাথায় তারা ফিরে যেতে বাধ্য হয়। সেই যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা প্রাণ হারায়।
বিশ্লেষকেরা মনে করছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাশিয়া মধ্য এশিয়ায় নিজের প্রভাব বিস্তারের নতুন সুযোগ খুঁজছে। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার এই উদ্যোগ বিরোধপূর্ণ হতে পারে। ফলে, রাশিয়ার এই পদক্ষেপ তালেবানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির দরজা খুলে দেবে নাকি নতুন বিতর্ক তৈরি করবে—তা বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে।
তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাসের পক্ষে ভোটাভুটি হয়েছে। এই আইন পাস হলে মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে উঠে যাবে তালেবানের নাম। রাশিয়ার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৭ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক বেশ উষ্ণ হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে তালেবানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে একটি কার্যকর মিত্র হিসেবে উল্লেখ করেন। আফগানিস্তান থেকে ইসলামিক স্টেট (আইএস)-এর হুমকি মোকাবিলায় তালেবানের ভূমিকা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা তাদের নারী অধিকারবিরোধী নীতিমালা। আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ সীমিত করা, তাদের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কাজের নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে। এই অবস্থায় রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ইতিহাস জটিল। ১৯৭৯ সালে সোভিয়েত সেনারা আফগানিস্তানে প্রবেশ করেছিল, কিন্তু মুজাহিদীন যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে এক দশকের মাথায় তারা ফিরে যেতে বাধ্য হয়। সেই যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা প্রাণ হারায়।
বিশ্লেষকেরা মনে করছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাশিয়া মধ্য এশিয়ায় নিজের প্রভাব বিস্তারের নতুন সুযোগ খুঁজছে। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার এই উদ্যোগ বিরোধপূর্ণ হতে পারে। ফলে, রাশিয়ার এই পদক্ষেপ তালেবানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির দরজা খুলে দেবে নাকি নতুন বিতর্ক তৈরি করবে—তা বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তারা নতুন ই-ভিসা সিস্টেমে যাচ্ছে। ৯৪টি রয়্যাল থাই দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস একসঙ্গে এই সেবা দেবে।
১০ ঘণ্টা আগেমার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন।
১২ ঘণ্টা আগে‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।
১২ ঘণ্টা আগেভারতীয় পুলিশের হাতে আটক আনসার-আল-ইসলাম বাংলাদেশের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুরি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
১২ ঘণ্টা আগে