অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বলেছেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বিষয়ে যেসব কথা বলেছেন, তা মনোযোগের দাবিদার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে অবস্থিত একটি রিসোর্টে রুশ থিংক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান। পাশাপাশি বন্দুকধারী ট্রাম্পকে হত্যার চেষ্টা করার সময় যে সাহস তিনি দেখিয়েছেন, তার প্রশংসা করে বলেন, মস্কো ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
ট্রাম্পের নির্বাচন জয়ের পর এই প্রথম সরাসরি তাঁকে নিয়ে মন্তব্য করলেন পুতিন। এ সময় তিনি গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় ট্রাম্প যে হত্যাচেষ্টার শিকার হন, সে বিষয়টি নিয়েও কথা বলে তাঁকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দেন।
পেনসিলভানিয়ার ঘটনার কথা স্মরণ করে পুতিন বলেন, ‘আমার মতে, সেদিন তিনি যথোপযুক্ত উপায়ে সাহসিকতার সঙ্গে একজন আসল পুরুষের মতো আচরণ করেছিলেন। আমি তাঁকে তাঁর নির্বাচনের জন্য অভিনন্দন জানানোর সুযোগটি গ্রহণ করতে চাই।’
পুতিন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে যেসব মন্তব্য করেছিলেন, তা মনোযোগের দাবিদার। পুতিন বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা এবং ইউক্রেন সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল (ট্রাম্প বলেছিলেন), তা আমার মতে মনোযোগের দাবিদার।’
চলতি বছর নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। তবে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কীভাবে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের অবসান ঘটাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এ সময় পুতিন বলেন, ‘আমি জানি না, আসলে এখন কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ অনুষ্ঠানে একজন পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প যদি তাঁকে আলোচনার জন্য ডাকেন, তাহলে রাশিয়া কী করবে? জবাবে পুতিন বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলো একাধিকবার অভিযোগ করেছে, ট্রাম্প রাশিয়ার এজেন্ট। তবে রাশিয়া, পুতিন ও ট্রাম্প—সবাই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প রাশিয়ার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বলেছেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বিষয়ে যেসব কথা বলেছেন, তা মনোযোগের দাবিদার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে অবস্থিত একটি রিসোর্টে রুশ থিংক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান। পাশাপাশি বন্দুকধারী ট্রাম্পকে হত্যার চেষ্টা করার সময় যে সাহস তিনি দেখিয়েছেন, তার প্রশংসা করে বলেন, মস্কো ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
ট্রাম্পের নির্বাচন জয়ের পর এই প্রথম সরাসরি তাঁকে নিয়ে মন্তব্য করলেন পুতিন। এ সময় তিনি গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় ট্রাম্প যে হত্যাচেষ্টার শিকার হন, সে বিষয়টি নিয়েও কথা বলে তাঁকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দেন।
পেনসিলভানিয়ার ঘটনার কথা স্মরণ করে পুতিন বলেন, ‘আমার মতে, সেদিন তিনি যথোপযুক্ত উপায়ে সাহসিকতার সঙ্গে একজন আসল পুরুষের মতো আচরণ করেছিলেন। আমি তাঁকে তাঁর নির্বাচনের জন্য অভিনন্দন জানানোর সুযোগটি গ্রহণ করতে চাই।’
পুতিন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে যেসব মন্তব্য করেছিলেন, তা মনোযোগের দাবিদার। পুতিন বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা এবং ইউক্রেন সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল (ট্রাম্প বলেছিলেন), তা আমার মতে মনোযোগের দাবিদার।’
চলতি বছর নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। তবে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কীভাবে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের অবসান ঘটাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এ সময় পুতিন বলেন, ‘আমি জানি না, আসলে এখন কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ অনুষ্ঠানে একজন পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প যদি তাঁকে আলোচনার জন্য ডাকেন, তাহলে রাশিয়া কী করবে? জবাবে পুতিন বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলো একাধিকবার অভিযোগ করেছে, ট্রাম্প রাশিয়ার এজেন্ট। তবে রাশিয়া, পুতিন ও ট্রাম্প—সবাই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প রাশিয়ার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৪ ঘণ্টা আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
৪ ঘণ্টা আগে