অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বলেছেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বিষয়ে যেসব কথা বলেছেন, তা মনোযোগের দাবিদার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে অবস্থিত একটি রিসোর্টে রুশ থিংক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান। পাশাপাশি বন্দুকধারী ট্রাম্পকে হত্যার চেষ্টা করার সময় যে সাহস তিনি দেখিয়েছেন, তার প্রশংসা করে বলেন, মস্কো ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
ট্রাম্পের নির্বাচন জয়ের পর এই প্রথম সরাসরি তাঁকে নিয়ে মন্তব্য করলেন পুতিন। এ সময় তিনি গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় ট্রাম্প যে হত্যাচেষ্টার শিকার হন, সে বিষয়টি নিয়েও কথা বলে তাঁকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দেন।
পেনসিলভানিয়ার ঘটনার কথা স্মরণ করে পুতিন বলেন, ‘আমার মতে, সেদিন তিনি যথোপযুক্ত উপায়ে সাহসিকতার সঙ্গে একজন আসল পুরুষের মতো আচরণ করেছিলেন। আমি তাঁকে তাঁর নির্বাচনের জন্য অভিনন্দন জানানোর সুযোগটি গ্রহণ করতে চাই।’
পুতিন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে যেসব মন্তব্য করেছিলেন, তা মনোযোগের দাবিদার। পুতিন বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা এবং ইউক্রেন সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল (ট্রাম্প বলেছিলেন), তা আমার মতে মনোযোগের দাবিদার।’
চলতি বছর নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। তবে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কীভাবে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের অবসান ঘটাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এ সময় পুতিন বলেন, ‘আমি জানি না, আসলে এখন কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ অনুষ্ঠানে একজন পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প যদি তাঁকে আলোচনার জন্য ডাকেন, তাহলে রাশিয়া কী করবে? জবাবে পুতিন বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলো একাধিকবার অভিযোগ করেছে, ট্রাম্প রাশিয়ার এজেন্ট। তবে রাশিয়া, পুতিন ও ট্রাম্প—সবাই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প রাশিয়ার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বলেছেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বিষয়ে যেসব কথা বলেছেন, তা মনোযোগের দাবিদার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে অবস্থিত একটি রিসোর্টে রুশ থিংক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান। পাশাপাশি বন্দুকধারী ট্রাম্পকে হত্যার চেষ্টা করার সময় যে সাহস তিনি দেখিয়েছেন, তার প্রশংসা করে বলেন, মস্কো ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
ট্রাম্পের নির্বাচন জয়ের পর এই প্রথম সরাসরি তাঁকে নিয়ে মন্তব্য করলেন পুতিন। এ সময় তিনি গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় ট্রাম্প যে হত্যাচেষ্টার শিকার হন, সে বিষয়টি নিয়েও কথা বলে তাঁকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দেন।
পেনসিলভানিয়ার ঘটনার কথা স্মরণ করে পুতিন বলেন, ‘আমার মতে, সেদিন তিনি যথোপযুক্ত উপায়ে সাহসিকতার সঙ্গে একজন আসল পুরুষের মতো আচরণ করেছিলেন। আমি তাঁকে তাঁর নির্বাচনের জন্য অভিনন্দন জানানোর সুযোগটি গ্রহণ করতে চাই।’
পুতিন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে যেসব মন্তব্য করেছিলেন, তা মনোযোগের দাবিদার। পুতিন বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা এবং ইউক্রেন সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল (ট্রাম্প বলেছিলেন), তা আমার মতে মনোযোগের দাবিদার।’
চলতি বছর নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। তবে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কীভাবে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের অবসান ঘটাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এ সময় পুতিন বলেন, ‘আমি জানি না, আসলে এখন কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ অনুষ্ঠানে একজন পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প যদি তাঁকে আলোচনার জন্য ডাকেন, তাহলে রাশিয়া কী করবে? জবাবে পুতিন বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।
পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলো একাধিকবার অভিযোগ করেছে, ট্রাম্প রাশিয়ার এজেন্ট। তবে রাশিয়া, পুতিন ও ট্রাম্প—সবাই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প রাশিয়ার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন।
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ওরিয়লের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাতে এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি। ওরিয়ল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে এবং তেলের ডিপোর আগুন
১ মিনিট আগেথাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী উমফাং শহরে একটি উৎসবে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্যমতে, গতকাল শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্
১ ঘণ্টা আগেসিরিয়ায় বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের মুখে মাত্র ১১ দিনের মধ্যে পতন হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের। এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান কমান্ডার আবু হাসান আল-হামুই ব্রিটিশ সংবাদমাধ্যম
৬ ঘণ্টা আগেঅভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশটির আইনপ্রণেতারা আজ শনিবার ইউন সুক ইওলের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে ভোট দেন। তবে এখনই তিনি প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হবেন না। বিরোধী দল একে ‘জনগণের বিজয়’ বলে আখ্যা দিয়েছে
৮ ঘণ্টা আগে