অনলাইন ডেস্ক
ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ কর্তৃপক্ষ ভ্যাটিক্যান সিটিতে সম্প্রতি একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে গির্জায় নারীদের আরও নেতৃত্বের ভূমিকায় আনার আহ্বান জানানো হয়েছে। তবে নারীদের যাজক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আপত্তি উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৬ অক্টোবর অর্থাৎ, গতকাল শনিবার ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত ‘সিনোড অব বিশপস’—শীর্ষক সম্মেলনের শেষ দিন ছিল। এতে ১১০ টিরও বেশি দেশের কার্ডিনাল, বিশপ এবং সাধারণ মানুষসহ প্রায় ৩৬৮ জন সদস্য অংশ নেন। যাদের মধ্যে প্রায় ৬০ জন নারী। পোপ ফ্রান্সিস এই মাসব্যাপী সম্মেলনে বিশ্বব্যাপী ক্যাথলিক গির্জার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আহ্বান করেন।
গির্জায় নারীদের ভূমিকা বৃদ্ধি করতে চাওয়া সমর্থকেরা আশা করেছিলেন যে, এই সম্মেলন নারীদের ডিকন (পাদরি বা যাজকের সহযোগী) হিসেবে নিয়োগের জন্য আহ্বান জানানো হবে। তবে চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ‘গির্জার নেতৃত্বে নারীদের ভূমিকা পালনে কোনো বাধা থাকা উচিত নয়।’
ক্যাথলিক ঐতিহ্য অনুসারে, বর্তমানে গির্জাগুলোতে কেবল পুরুষেরা যাজক হতে পারেন। প্রয়াত পোপ দ্বিতীয় জন পল ঘোষণা করেছিলেন যে, চার্চের নারীদের যাজক হিসেবে অভিষিক্ত করার কোনো অধিকার নেই। তবে চার্চের ঐতিহাসিকদের মতে, এমনও ইতিহাস আছে যে, আগের শতাব্দীগুলোতে নারীরা ডিকন হিসেবে কাজ করতেন। যাজকদের মতো না হলেও ডিকনরা পাদরি বা যাজকদের মতো বেশ কিছু সুবিধা ভোগ করতেন। তবে তারা, প্রার্থনার কোনো কাজ করতে পারেন না।
বর্তমান পোপ ৮৭ বছর বয়সী ফ্রান্সিস নারীদের ডিকন হিসেবে অভিষিক্ত করার বিষয়ে গবেষণা করার জন্য ভ্যাটিকানে দুটি কমিশন গঠন করেছেন। এই বিষয়টি অনুষ্ঠিত হয়ে যাওয়া সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল। এই বিষয়ে আরও গবেষণার জন্য তিনি কমিশনকে নির্দেশ দিয়েছেন। যারা আগামী বছরের জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।
ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ কর্তৃপক্ষ ভ্যাটিক্যান সিটিতে সম্প্রতি একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে গির্জায় নারীদের আরও নেতৃত্বের ভূমিকায় আনার আহ্বান জানানো হয়েছে। তবে নারীদের যাজক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আপত্তি উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৬ অক্টোবর অর্থাৎ, গতকাল শনিবার ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত ‘সিনোড অব বিশপস’—শীর্ষক সম্মেলনের শেষ দিন ছিল। এতে ১১০ টিরও বেশি দেশের কার্ডিনাল, বিশপ এবং সাধারণ মানুষসহ প্রায় ৩৬৮ জন সদস্য অংশ নেন। যাদের মধ্যে প্রায় ৬০ জন নারী। পোপ ফ্রান্সিস এই মাসব্যাপী সম্মেলনে বিশ্বব্যাপী ক্যাথলিক গির্জার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আহ্বান করেন।
গির্জায় নারীদের ভূমিকা বৃদ্ধি করতে চাওয়া সমর্থকেরা আশা করেছিলেন যে, এই সম্মেলন নারীদের ডিকন (পাদরি বা যাজকের সহযোগী) হিসেবে নিয়োগের জন্য আহ্বান জানানো হবে। তবে চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ‘গির্জার নেতৃত্বে নারীদের ভূমিকা পালনে কোনো বাধা থাকা উচিত নয়।’
ক্যাথলিক ঐতিহ্য অনুসারে, বর্তমানে গির্জাগুলোতে কেবল পুরুষেরা যাজক হতে পারেন। প্রয়াত পোপ দ্বিতীয় জন পল ঘোষণা করেছিলেন যে, চার্চের নারীদের যাজক হিসেবে অভিষিক্ত করার কোনো অধিকার নেই। তবে চার্চের ঐতিহাসিকদের মতে, এমনও ইতিহাস আছে যে, আগের শতাব্দীগুলোতে নারীরা ডিকন হিসেবে কাজ করতেন। যাজকদের মতো না হলেও ডিকনরা পাদরি বা যাজকদের মতো বেশ কিছু সুবিধা ভোগ করতেন। তবে তারা, প্রার্থনার কোনো কাজ করতে পারেন না।
বর্তমান পোপ ৮৭ বছর বয়সী ফ্রান্সিস নারীদের ডিকন হিসেবে অভিষিক্ত করার বিষয়ে গবেষণা করার জন্য ভ্যাটিকানে দুটি কমিশন গঠন করেছেন। এই বিষয়টি অনুষ্ঠিত হয়ে যাওয়া সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল। এই বিষয়ে আরও গবেষণার জন্য তিনি কমিশনকে নির্দেশ দিয়েছেন। যারা আগামী বছরের জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৫ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৫ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৫ ঘণ্টা আগে