অনলাইন ডেস্ক
তুরস্কের স্থানীয় পর্যায়ের নির্বাচনে আংশিক ফলাফলে এখন পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির চেয়ে এগিয়ে আছে বিরোধীরা। ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলসহ বেশ কয়েক গুরুত্বপূর্ণ নগরীতে বিরোধীরা জয় ছিনিয়ে নিয়েছেন। ব্যবধান খুব বেশি না হলেও সব মিলিয়ে বিরোধীরা যথেষ্ট এগিয়ে আছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে, গতকাল রোববার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে এরদোয়ানের দল একে পার্টি পেয়েছে ৩৫ দশমিক ৪৯ শতাংশ ভোট। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্ট বা সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৭৪ শতাংশ ভোট।
এ ছাড়া, অন্য দলগুলোর মধ্যে নিউ ওয়েলফেয়ার পার্টি বা ওয়াইআরপি পেয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ ভোট, ডেমোক্রেটিক পার্টি তুরস্ক বা ডেম পার্টি পেয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ ভোট, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি বা এমএইচপি পেয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ ভোট। এ ছাড়া অন্য দলগুলো পেয়েছে মোট ৯ দশমিক ৯১ শতাংশ ভোট।
বিগত কয়েকটি স্থানীয় নির্বাচনের মধ্যে এই নির্বাচনেই প্রথম এরদোয়ানের দল এমন ধাক্কা খেল। এর আগের নির্বাচনগুলোতে এরদোয়ানের একে পার্টি সর্বত্র প্রাধান্য ধরে রেখেছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে এরদোয়ানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে একরেম ইমামোগুলুর উত্থান হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।
ইমামোগুলু ইস্তাম্বুলে একে পার্টির প্রার্থীকে হারিয়ে সেখানকার মেয়র নির্বাচিত হয়েছেন। ইমামোগুলু ২০১৯ সালে প্রথমবার একে পার্টির প্রার্থীকে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। তার আগে, টানা ২৫ বছর ইস্তাম্বুলের মেয়র পদে জয়ী হয়েছে একে পার্টির প্রার্থীরা। খোদ এরদোয়ানও এই ইস্তাম্বুলের মেয়র ছিলেন।
তুরস্কের স্থানীয় পর্যায়ের নির্বাচনে আংশিক ফলাফলে এখন পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির চেয়ে এগিয়ে আছে বিরোধীরা। ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলসহ বেশ কয়েক গুরুত্বপূর্ণ নগরীতে বিরোধীরা জয় ছিনিয়ে নিয়েছেন। ব্যবধান খুব বেশি না হলেও সব মিলিয়ে বিরোধীরা যথেষ্ট এগিয়ে আছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে, গতকাল রোববার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে এরদোয়ানের দল একে পার্টি পেয়েছে ৩৫ দশমিক ৪৯ শতাংশ ভোট। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্ট বা সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৭৪ শতাংশ ভোট।
এ ছাড়া, অন্য দলগুলোর মধ্যে নিউ ওয়েলফেয়ার পার্টি বা ওয়াইআরপি পেয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ ভোট, ডেমোক্রেটিক পার্টি তুরস্ক বা ডেম পার্টি পেয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ ভোট, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি বা এমএইচপি পেয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ ভোট। এ ছাড়া অন্য দলগুলো পেয়েছে মোট ৯ দশমিক ৯১ শতাংশ ভোট।
বিগত কয়েকটি স্থানীয় নির্বাচনের মধ্যে এই নির্বাচনেই প্রথম এরদোয়ানের দল এমন ধাক্কা খেল। এর আগের নির্বাচনগুলোতে এরদোয়ানের একে পার্টি সর্বত্র প্রাধান্য ধরে রেখেছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে এরদোয়ানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে একরেম ইমামোগুলুর উত্থান হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।
ইমামোগুলু ইস্তাম্বুলে একে পার্টির প্রার্থীকে হারিয়ে সেখানকার মেয়র নির্বাচিত হয়েছেন। ইমামোগুলু ২০১৯ সালে প্রথমবার একে পার্টির প্রার্থীকে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। তার আগে, টানা ২৫ বছর ইস্তাম্বুলের মেয়র পদে জয়ী হয়েছে একে পার্টির প্রার্থীরা। খোদ এরদোয়ানও এই ইস্তাম্বুলের মেয়র ছিলেন।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
৬ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১২ ঘণ্টা আগে