অনলাইন ডেস্ক
ক্ষমতা গ্রহণের দেড় মাসের মাথায় গভীর সংকটে পড়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রীতিমতো তাঁকে প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘটনা সেই সংকট আরও বাড়াল।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা।
এর আগে কর ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং পদত্যাগ করতে বাধ্য হন। নতুন অর্থমন্ত্রী করা হয় জেরেমি হান্ট। গুঞ্জন উঠেছে, প্রধানমন্ত্রীকেও শিগগিরই পদত্যাগ করতে হতে পারে। তবে লিজ ট্রাস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তাঁর।
এদিকে কনজারভেটিভ পার্টির এমপিরা লিজ ট্রাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি নিজ দলের এমপিদেরও অসন্তোষের মুখে রয়েছেন তিনি। এমন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলার পদত্যাগ নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করল।
প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় লিজ ট্রাস কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি। এর পরই লিজ ট্রাসের বিরুদ্ধে সরব হন এমপিরা।
উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার (১৮ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানান এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্ষমতা গ্রহণের দেড় মাসের মাথায় গভীর সংকটে পড়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রীতিমতো তাঁকে প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘটনা সেই সংকট আরও বাড়াল।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা।
এর আগে কর ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং পদত্যাগ করতে বাধ্য হন। নতুন অর্থমন্ত্রী করা হয় জেরেমি হান্ট। গুঞ্জন উঠেছে, প্রধানমন্ত্রীকেও শিগগিরই পদত্যাগ করতে হতে পারে। তবে লিজ ট্রাস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তাঁর।
এদিকে কনজারভেটিভ পার্টির এমপিরা লিজ ট্রাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি নিজ দলের এমপিদেরও অসন্তোষের মুখে রয়েছেন তিনি। এমন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলার পদত্যাগ নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করল।
প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় লিজ ট্রাস কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি। এর পরই লিজ ট্রাসের বিরুদ্ধে সরব হন এমপিরা।
উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার (১৮ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানান এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
১০ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১২ ঘণ্টা আগে