অনলাইন ডেস্ক
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়া। ন্যাটোর পক্ষ থেকে সরবরাহকৃত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম স্লোভাকিয়ায় পৌঁছাতে শুরু করেছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানান গেছে।
গত ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ন্যাটোভুক্ত দেশ তার সীমানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেল। প্রাথমিকভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্লোভাকিয়ার মধ্যাঞ্চলের স্লিয়াক বিমানবন্দরে মোতায়েন করা হবে।
স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো বাহিনী ভুক্ত জার্মানি ও নেদারল্যান্ডসের সৈন্যদের দ্বারা পরিচালিত হবে। বিশ্লেষকেরা ধারণা করছেন এর মাধ্যমে ন্যাটোর পূর্ব ইউরোপমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ন্যাটোকে দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উৎসাহিত করছে। একই সঙ্গে ইউক্রেনের প্রতিবেশী স্লোভাকিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করায় সংকট আরও ঘনীভূত হতে পারে।
স্লোভাকিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী জারোস্লাভ নাদ ফেসবুকে বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর প্রথম চালানটি ধীরে ধীরে স্লোভাকিয়ায় আসছে। বিষয়টি নিশ্চিত করতে পেরে আশি খুবই খুশি।’ নাদ আরও জানান—প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো স্লোভাকিয়ায় সোভিয়েত যুগের যেসব এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল তার পরিপূরক হতে যাচ্ছে। তবে নতুন আসা ক্ষেপণাস্ত্রগুলো এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না।
স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘অস্থায়ীভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো স্লিয়াক বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। আরও কোথায় কোথায় স্থাপন করা যায় তা নিয়ে পরামর্শ করা হচ্ছে যাতে এই নিরাপত্তা ছাতা স্লোভাকিয়ার অধিকাংশ এলাকাকে কভার করে।’ এর আগে, নাদ গত সপ্তাহে জানিয়েছিলেন—স্লোভাকিয়া ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিতে ইচ্ছুক যদি তারা এর একটি উপযুক্ত প্রতিস্থাপন ব্যবস্থা পায়।
এ দিকে, রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা চালানের বিরুদ্ধে সতর্ক করেছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়া। ন্যাটোর পক্ষ থেকে সরবরাহকৃত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম স্লোভাকিয়ায় পৌঁছাতে শুরু করেছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানান গেছে।
গত ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ন্যাটোভুক্ত দেশ তার সীমানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেল। প্রাথমিকভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্লোভাকিয়ার মধ্যাঞ্চলের স্লিয়াক বিমানবন্দরে মোতায়েন করা হবে।
স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো বাহিনী ভুক্ত জার্মানি ও নেদারল্যান্ডসের সৈন্যদের দ্বারা পরিচালিত হবে। বিশ্লেষকেরা ধারণা করছেন এর মাধ্যমে ন্যাটোর পূর্ব ইউরোপমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ন্যাটোকে দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উৎসাহিত করছে। একই সঙ্গে ইউক্রেনের প্রতিবেশী স্লোভাকিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করায় সংকট আরও ঘনীভূত হতে পারে।
স্লোভাকিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী জারোস্লাভ নাদ ফেসবুকে বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর প্রথম চালানটি ধীরে ধীরে স্লোভাকিয়ায় আসছে। বিষয়টি নিশ্চিত করতে পেরে আশি খুবই খুশি।’ নাদ আরও জানান—প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো স্লোভাকিয়ায় সোভিয়েত যুগের যেসব এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল তার পরিপূরক হতে যাচ্ছে। তবে নতুন আসা ক্ষেপণাস্ত্রগুলো এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না।
স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘অস্থায়ীভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো স্লিয়াক বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। আরও কোথায় কোথায় স্থাপন করা যায় তা নিয়ে পরামর্শ করা হচ্ছে যাতে এই নিরাপত্তা ছাতা স্লোভাকিয়ার অধিকাংশ এলাকাকে কভার করে।’ এর আগে, নাদ গত সপ্তাহে জানিয়েছিলেন—স্লোভাকিয়া ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিতে ইচ্ছুক যদি তারা এর একটি উপযুক্ত প্রতিস্থাপন ব্যবস্থা পায়।
এ দিকে, রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা চালানের বিরুদ্ধে সতর্ক করেছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৫ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৯ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে