ইউক্রেনে ফরাসি সামরিক প্রশিক্ষকদের রাশিয়ার ‘বৈধ লক্ষ্যবস্তু’ বললেন ল্যাভরভ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জুন ২০২৪, ১২: ৫০
Thumbnail image

ইউক্রেনে পাঠানো যেকোনো ফরাসি সামরিক প্রশিক্ষক রুশ সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেনের কর্মকর্তারা ফ্রান্সের কাছ থেকে তাঁদের সৈন্যদের জন্য প্রশিক্ষণ সহায়তা চাইছেন বলে খবর প্রকাশের পর গতকাল মঙ্গলবার রিপাবলিক অব কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী জিন ক্লদ গাকোসোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ল্যাভরভ বলেন, ‘আমি মনে করি ফরাসি প্রশিক্ষকেরা ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে রয়েছে। ফরাসি সামরিক কর্মকর্তা বা ভাড়াটে সেনা যে-ই হোক না কেন, তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে।’

ইউক্রেনের শীর্ষ কমান্ডার গত সপ্তাহে বলেছিলেন যে, তিনি কাগজপত্রে স্বাক্ষর করেছেন, যা শিগগিরই ফরাসি সামরিক প্রশিক্ষকদের ইউক্রেনের প্রশিক্ষণকেন্দ্রগুলোতে প্রবেশের অনুমতি দেবে।

এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো বলেছিলেন যে, তিনি কোনো গুজব সম্পর্কে মন্তব্য করবেন না। এই সপ্তাহের শেষের দিকে ডি-ডে’র ৮০তম বার্ষিক অনুষ্ঠানে ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থনের বিষয়ে বিস্তারিত বলবেন তিনি। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্য নেতাদের সঙ্গে যোগ দেবেন মাঁখো।

গতকাল মঙ্গলবার মাঁখোর কার্যালয় বলেছে যে, তারা ল্যাভরভের হুঁশিয়ারির ব্যাপারে কোনো মন্তব্য করবে না। ফরাসি প্রশিক্ষকেরা ইউক্রেনে আছেন এমন কোনো প্রমাণও নেই বলে দাবি করা হয় এ সময়।

ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসনের জন্য সমর্থন জোগাড় করতে চায় রাশিয়া। এই লক্ষ্যে ল্যাভরভ গত কয়েক বছরে বেশ কয়েকবার আফ্রিকা সফর করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আফ্রিকান দেশ ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো তাদের পুরোনো পশ্চিমা অংশীদারদের প্রতি প্রকাশ করেছে ক্রমবর্ধমান হতাশা। অঞ্চলটিতে বেশ কয়েকটি ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্যও রাশিয়ার দিকে তাকাচ্ছে দেশগুলো।

গত মঙ্গলবার ল্যাভরভ সুইজারল্যান্ডে এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনও বাতিল করেছেন। এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণও জানানো হয়নি। বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ১৮ শতাংশ রয়েছে রাশিয়ার দখলে।

ল্যাভরভ এই সম্মেলন প্রসঙ্গে বলেন, ‘এই সম্মেলনের কোনো অর্থ নেই। এর একমাত্র অর্থ হতে পারে—ভেঙে যাওয়ার প্রক্রিয়ায় থাকা রুশবিরোধী ব্লককে রক্ষা করার চেষ্টা করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত