অনলাইন ডেস্ক
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দো হেগার জানিয়েছেন, স্লোভাকিয়া রুশ আক্রমণের হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে স্লোভাক প্রধানমন্ত্রী হেগার বলেছেন, ইউক্রেনকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দানের অর্থ এই নয় যে—ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাশিয়ার সঙ্গে সংঘাতে যোগ দিচ্ছে। আমি এটি নিশ্চিত করতে পারি যে—স্লোভাক প্রজাতন্ত্র কেবল ইউক্রেনের অনুরোধের পরই দেশটিকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এই সহায়তার অর্থ এই নয় যে স্লোভাক প্রজাতন্ত্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতে যোগ দিচ্ছে।’
এর আগে, ইউক্রেন রাশিয়ার সামরিক আক্রমণ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সমরাস্ত্র সহায়তার জন্য পশ্চিমা দেশগুলির কাছে আবেদন করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিরোধে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে সম্মত হওয়ার পরে তারা ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহ বাড়াবে।
তবে এসব অস্ত্রের সরবরাহ দ্রুত গ্রহণে ইউক্রেনের আমলাতান্ত্রিক জটিলতা কমাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশ ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে এবং সেই প্রক্রিয়া আরও তীব্রতর করা হবে।
ব্লিঙ্কেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিয়েভকে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, কাঁধে বহনযোগ্য অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান পাঠাতে সম্মত হয়েছে। তবে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন মার্চের মাঝামাঝি সময়ে ইউক্রেনকে যেসব অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনো বিতরণ করা হয়নি।
আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সেক্রেটারি সেলেস্ট ওয়ালান্ডার একটি কংগ্রেসের শুনানিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্লোভাকিয়ার সঙ্গে আলোচনা করেছে যে—তাঁরা ইউক্রেনকে দেওয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিস্থাপন করতে চায়।
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দো হেগার জানিয়েছেন, স্লোভাকিয়া রুশ আক্রমণের হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে স্লোভাক প্রধানমন্ত্রী হেগার বলেছেন, ইউক্রেনকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দানের অর্থ এই নয় যে—ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাশিয়ার সঙ্গে সংঘাতে যোগ দিচ্ছে। আমি এটি নিশ্চিত করতে পারি যে—স্লোভাক প্রজাতন্ত্র কেবল ইউক্রেনের অনুরোধের পরই দেশটিকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এই সহায়তার অর্থ এই নয় যে স্লোভাক প্রজাতন্ত্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতে যোগ দিচ্ছে।’
এর আগে, ইউক্রেন রাশিয়ার সামরিক আক্রমণ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সমরাস্ত্র সহায়তার জন্য পশ্চিমা দেশগুলির কাছে আবেদন করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিরোধে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে সম্মত হওয়ার পরে তারা ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহ বাড়াবে।
তবে এসব অস্ত্রের সরবরাহ দ্রুত গ্রহণে ইউক্রেনের আমলাতান্ত্রিক জটিলতা কমাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশ ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে এবং সেই প্রক্রিয়া আরও তীব্রতর করা হবে।
ব্লিঙ্কেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিয়েভকে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, কাঁধে বহনযোগ্য অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান পাঠাতে সম্মত হয়েছে। তবে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন মার্চের মাঝামাঝি সময়ে ইউক্রেনকে যেসব অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনো বিতরণ করা হয়নি।
আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সেক্রেটারি সেলেস্ট ওয়ালান্ডার একটি কংগ্রেসের শুনানিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্লোভাকিয়ার সঙ্গে আলোচনা করেছে যে—তাঁরা ইউক্রেনকে দেওয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিস্থাপন করতে চায়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি
২৭ মিনিট আগেঘোষিত সময়ের মধ্যেই পূর্ব লাদাখে বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করেছে ভারত ও চীন। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে। সূত্রটি বলেছে, শিগগির এই অঞ্চলে নিয়মিত টহল শুরু হবে। এ ছাড়া, দীপাবলি উপলক্ষে চীনা পক্ষ থেকে ভারতীয়দের মিষ্টিও উপহার দেওয়া
১ ঘণ্টা আগেফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৩ ঘণ্টা আগেলেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
৪ ঘণ্টা আগে