অনলাইন ডেস্ক
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দো হেগার জানিয়েছেন, স্লোভাকিয়া রুশ আক্রমণের হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে স্লোভাক প্রধানমন্ত্রী হেগার বলেছেন, ইউক্রেনকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দানের অর্থ এই নয় যে—ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাশিয়ার সঙ্গে সংঘাতে যোগ দিচ্ছে। আমি এটি নিশ্চিত করতে পারি যে—স্লোভাক প্রজাতন্ত্র কেবল ইউক্রেনের অনুরোধের পরই দেশটিকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এই সহায়তার অর্থ এই নয় যে স্লোভাক প্রজাতন্ত্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতে যোগ দিচ্ছে।’
এর আগে, ইউক্রেন রাশিয়ার সামরিক আক্রমণ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সমরাস্ত্র সহায়তার জন্য পশ্চিমা দেশগুলির কাছে আবেদন করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিরোধে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে সম্মত হওয়ার পরে তারা ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহ বাড়াবে।
তবে এসব অস্ত্রের সরবরাহ দ্রুত গ্রহণে ইউক্রেনের আমলাতান্ত্রিক জটিলতা কমাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশ ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে এবং সেই প্রক্রিয়া আরও তীব্রতর করা হবে।
ব্লিঙ্কেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিয়েভকে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, কাঁধে বহনযোগ্য অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান পাঠাতে সম্মত হয়েছে। তবে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন মার্চের মাঝামাঝি সময়ে ইউক্রেনকে যেসব অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনো বিতরণ করা হয়নি।
আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সেক্রেটারি সেলেস্ট ওয়ালান্ডার একটি কংগ্রেসের শুনানিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্লোভাকিয়ার সঙ্গে আলোচনা করেছে যে—তাঁরা ইউক্রেনকে দেওয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিস্থাপন করতে চায়।
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দো হেগার জানিয়েছেন, স্লোভাকিয়া রুশ আক্রমণের হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে স্লোভাক প্রধানমন্ত্রী হেগার বলেছেন, ইউক্রেনকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দানের অর্থ এই নয় যে—ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাশিয়ার সঙ্গে সংঘাতে যোগ দিচ্ছে। আমি এটি নিশ্চিত করতে পারি যে—স্লোভাক প্রজাতন্ত্র কেবল ইউক্রেনের অনুরোধের পরই দেশটিকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এই সহায়তার অর্থ এই নয় যে স্লোভাক প্রজাতন্ত্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতে যোগ দিচ্ছে।’
এর আগে, ইউক্রেন রাশিয়ার সামরিক আক্রমণ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সমরাস্ত্র সহায়তার জন্য পশ্চিমা দেশগুলির কাছে আবেদন করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিরোধে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে সম্মত হওয়ার পরে তারা ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহ বাড়াবে।
তবে এসব অস্ত্রের সরবরাহ দ্রুত গ্রহণে ইউক্রেনের আমলাতান্ত্রিক জটিলতা কমাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশ ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে এবং সেই প্রক্রিয়া আরও তীব্রতর করা হবে।
ব্লিঙ্কেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিয়েভকে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, কাঁধে বহনযোগ্য অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান পাঠাতে সম্মত হয়েছে। তবে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন মার্চের মাঝামাঝি সময়ে ইউক্রেনকে যেসব অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনো বিতরণ করা হয়নি।
আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সেক্রেটারি সেলেস্ট ওয়ালান্ডার একটি কংগ্রেসের শুনানিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্লোভাকিয়ার সঙ্গে আলোচনা করেছে যে—তাঁরা ইউক্রেনকে দেওয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিস্থাপন করতে চায়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৮ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৮ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৮ ঘণ্টা আগে