অনলাইন ডেস্ক
আগামী ছয় বছরের মধ্যে, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে রাশিয়াকে বিশ্বের শীর্ষ চার অর্থনীতির দেশের মধ্যে দেখতে চান পুতিন। এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটির সরকারকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পুতিন এই নির্দেশনা দেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপির আকার ও মানুষের ক্রয়ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতির শীর্ষ চার দেশের মধ্যে একটি হিসেবে দেখতে চান। এ লক্ষ্যে তিনি একগাদা নির্দেশনা দিয়েছেন।
রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ওয়েবসাইট ও দেশটির প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুসারে, আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে রাশিয়ার বিভিন্ন প্রাদেশিক সরকারের প্রধানকে নিজ নিজ প্রদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও অগ্রগতির বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।
পুতিন যেসব নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—চলতি বছরে ২০২৩ সালের তুলনায় উৎপাদন খাতে স্থূল মূল্য সংযোজন বা গ্রস অ্যাডেড ভ্যালু অন্তত ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। জিডিপিতে আমদানির পরিমাণ অন্তত ১৭ শতাংশ কমিয়ে আনতে হবে।
এ ছাড়া, বিদ্যমান সম্পদ-উৎপাদন কাঠামোর বাইরে এবং জ্বালানি নয় এমন পণ্যের রপ্তানি অন্তত দুই-তৃতীয়াংশ বাড়াতে হবে। একই সঙ্গে প্রাদেশিক সরকারগুলোকে তাদের নিজস্ব আর্থিক সক্ষমতা ধীরে ধীরে বাড়াতে হবে।
আগামী ছয় বছরের মধ্যে, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে রাশিয়াকে বিশ্বের শীর্ষ চার অর্থনীতির দেশের মধ্যে দেখতে চান পুতিন। এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটির সরকারকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পুতিন এই নির্দেশনা দেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপির আকার ও মানুষের ক্রয়ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতির শীর্ষ চার দেশের মধ্যে একটি হিসেবে দেখতে চান। এ লক্ষ্যে তিনি একগাদা নির্দেশনা দিয়েছেন।
রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ওয়েবসাইট ও দেশটির প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুসারে, আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে রাশিয়ার বিভিন্ন প্রাদেশিক সরকারের প্রধানকে নিজ নিজ প্রদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও অগ্রগতির বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।
পুতিন যেসব নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—চলতি বছরে ২০২৩ সালের তুলনায় উৎপাদন খাতে স্থূল মূল্য সংযোজন বা গ্রস অ্যাডেড ভ্যালু অন্তত ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। জিডিপিতে আমদানির পরিমাণ অন্তত ১৭ শতাংশ কমিয়ে আনতে হবে।
এ ছাড়া, বিদ্যমান সম্পদ-উৎপাদন কাঠামোর বাইরে এবং জ্বালানি নয় এমন পণ্যের রপ্তানি অন্তত দুই-তৃতীয়াংশ বাড়াতে হবে। একই সঙ্গে প্রাদেশিক সরকারগুলোকে তাদের নিজস্ব আর্থিক সক্ষমতা ধীরে ধীরে বাড়াতে হবে।
উত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৩ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
২ ঘণ্টা আগে