অনলাইন ডেস্ক
আগামী ছয় বছরের মধ্যে, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে রাশিয়াকে বিশ্বের শীর্ষ চার অর্থনীতির দেশের মধ্যে দেখতে চান পুতিন। এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটির সরকারকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পুতিন এই নির্দেশনা দেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপির আকার ও মানুষের ক্রয়ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতির শীর্ষ চার দেশের মধ্যে একটি হিসেবে দেখতে চান। এ লক্ষ্যে তিনি একগাদা নির্দেশনা দিয়েছেন।
রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ওয়েবসাইট ও দেশটির প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুসারে, আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে রাশিয়ার বিভিন্ন প্রাদেশিক সরকারের প্রধানকে নিজ নিজ প্রদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও অগ্রগতির বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।
পুতিন যেসব নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—চলতি বছরে ২০২৩ সালের তুলনায় উৎপাদন খাতে স্থূল মূল্য সংযোজন বা গ্রস অ্যাডেড ভ্যালু অন্তত ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। জিডিপিতে আমদানির পরিমাণ অন্তত ১৭ শতাংশ কমিয়ে আনতে হবে।
এ ছাড়া, বিদ্যমান সম্পদ-উৎপাদন কাঠামোর বাইরে এবং জ্বালানি নয় এমন পণ্যের রপ্তানি অন্তত দুই-তৃতীয়াংশ বাড়াতে হবে। একই সঙ্গে প্রাদেশিক সরকারগুলোকে তাদের নিজস্ব আর্থিক সক্ষমতা ধীরে ধীরে বাড়াতে হবে।
আগামী ছয় বছরের মধ্যে, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে রাশিয়াকে বিশ্বের শীর্ষ চার অর্থনীতির দেশের মধ্যে দেখতে চান পুতিন। এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটির সরকারকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পুতিন এই নির্দেশনা দেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপির আকার ও মানুষের ক্রয়ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতির শীর্ষ চার দেশের মধ্যে একটি হিসেবে দেখতে চান। এ লক্ষ্যে তিনি একগাদা নির্দেশনা দিয়েছেন।
রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ওয়েবসাইট ও দেশটির প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুসারে, আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে রাশিয়ার বিভিন্ন প্রাদেশিক সরকারের প্রধানকে নিজ নিজ প্রদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও অগ্রগতির বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।
পুতিন যেসব নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—চলতি বছরে ২০২৩ সালের তুলনায় উৎপাদন খাতে স্থূল মূল্য সংযোজন বা গ্রস অ্যাডেড ভ্যালু অন্তত ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। জিডিপিতে আমদানির পরিমাণ অন্তত ১৭ শতাংশ কমিয়ে আনতে হবে।
এ ছাড়া, বিদ্যমান সম্পদ-উৎপাদন কাঠামোর বাইরে এবং জ্বালানি নয় এমন পণ্যের রপ্তানি অন্তত দুই-তৃতীয়াংশ বাড়াতে হবে। একই সঙ্গে প্রাদেশিক সরকারগুলোকে তাদের নিজস্ব আর্থিক সক্ষমতা ধীরে ধীরে বাড়াতে হবে।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৭ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
৭ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
৭ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৮ ঘণ্টা আগে