অনলাইন ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত জাদুঘর ল্যুভরে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় স্যুপ নিক্ষেপ করেছেন প্রতিবাদকারীরা। তবে বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত সবার জন্য স্বাস্থ্যকর খাবারের অধিকার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ হিসেবে একদল পরিবেশ আন্দোলনকারী এই কাজ করেন। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লিওনার্দো দ্য ভিঞ্চির ষোড়শ শতকের এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি। প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে চিত্রকর্মটি। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা দুই নারী বিক্ষোভকারী চিত্রকর্মটিতে স্যুপ ছুড়ে মারছেন। স্যুপ ছুড়ে মারার পর মোনালিসার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন তাঁরা। এ সময় তাঁরা বলেন, ‘কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শিল্প না কি স্বাস্থ্যকর খাবারের অধিকার?’ তাঁরা আরও বলেন, ‘আমাদের কৃষিব্যবস্থা অসুস্থ। আমাদের কৃষকেরা কাজে গিয়ে মারা যাচ্ছেন।’
রিপোস্তে এলিমন্তেয়ার নামে একটি নিরাপদ খাদ্য আন্দোলন গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোষ্ঠীটি বলেছে, ‘সাধারণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় খাদ্য নিরাপত্তাকে একীভূত করার দাবির অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে।’
গোষ্ঠীটি বলেছে, খাদ্যের বর্তমান মডেল সবচেয়ে অনিশ্চয়তাকে তুলে ধরেছে এবং এটি আমাদের খাদ্যের মৌলিক অধিকার রক্ষা করে না। গোষ্ঠীটি খাবারের জন্য ভর্তুকি হিসেবে ফরাসি নাগরিকদের প্রতি মাসে ১৫০ ইউরোর একটি ফুড কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত জাদুঘর ল্যুভরে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় স্যুপ নিক্ষেপ করেছেন প্রতিবাদকারীরা। তবে বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত সবার জন্য স্বাস্থ্যকর খাবারের অধিকার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ হিসেবে একদল পরিবেশ আন্দোলনকারী এই কাজ করেন। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লিওনার্দো দ্য ভিঞ্চির ষোড়শ শতকের এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি। প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে চিত্রকর্মটি। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা দুই নারী বিক্ষোভকারী চিত্রকর্মটিতে স্যুপ ছুড়ে মারছেন। স্যুপ ছুড়ে মারার পর মোনালিসার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন তাঁরা। এ সময় তাঁরা বলেন, ‘কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শিল্প না কি স্বাস্থ্যকর খাবারের অধিকার?’ তাঁরা আরও বলেন, ‘আমাদের কৃষিব্যবস্থা অসুস্থ। আমাদের কৃষকেরা কাজে গিয়ে মারা যাচ্ছেন।’
রিপোস্তে এলিমন্তেয়ার নামে একটি নিরাপদ খাদ্য আন্দোলন গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোষ্ঠীটি বলেছে, ‘সাধারণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় খাদ্য নিরাপত্তাকে একীভূত করার দাবির অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে।’
গোষ্ঠীটি বলেছে, খাদ্যের বর্তমান মডেল সবচেয়ে অনিশ্চয়তাকে তুলে ধরেছে এবং এটি আমাদের খাদ্যের মৌলিক অধিকার রক্ষা করে না। গোষ্ঠীটি খাবারের জন্য ভর্তুকি হিসেবে ফরাসি নাগরিকদের প্রতি মাসে ১৫০ ইউরোর একটি ফুড কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
২৪ মিনিট আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
২৭ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৪ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে