ইউক্রেনের প্রধানমন্ত্রী ও অর্থ কর্মকর্তারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০৯: ৪৮
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০: ৫৯

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল, অর্থমন্ত্রী সের্হি মার্চেঙ্কো এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিরিলো শেভচেঙ্কোসহ শীর্ষ অর্থ কর্মকর্তারা আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেবেন। এ সময় তাঁরা ওয়াশিংটন সফরও করবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, সফরকালে ইউক্রেনের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা গ্রুপ-৭ সদস্যভুক্ত দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং আগামী বৃহস্পতিবার বিশ্বব্যাংক কর্তৃক আয়োজিত ইউক্রেনের ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। 

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর বৃহস্পতিবারের বৈঠকটি হতে যাচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের প্রথম ব্যক্তিগত বৈঠক। 

আইএমএফ ও বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক অর্থনীতি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জি-৭ ও জি-২০ সদস্য দেশের অর্থনীতিও প্রাধান্য পাবে। বৈঠকটি শুধুই একটি গোলটেবিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দাতাদের সম্মেলনে পরিণত হবে। যদিও আইএমএফ ও বিশ্বব্যাংক উভয়েই অনুদান প্রক্রিয়াকরণের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করেছে এবং আগামী সপ্তাহে এ দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও প্রতিশ্রুতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। 

বৈঠকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাতের কার্যকারিতা নিয়ে আলোচনার সুযোগ পাবেন। 

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ সপ্তাহে ওয়ারশতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য দেড় শ কোটি ডলার সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত