অনলাইন ডেস্ক
অর্থনৈতিক সংকটে ভুগছে আর্জেন্টিনা। সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে ক্ষমতাসীন জোটে দেখা দিয়েছে বিভক্তি। এর মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান। শনিবার টুইটারে শেয়ার করা সাত পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির নেতৃত্ব দিচ্ছিলেন মার্টিন গুজম্যান। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন সেটি স্পষ্ট করে না জানালেও প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে অভ্যন্তরীণ বিভাজন দূর করতে বলেছেন। টুইটারে শেয়ার করা বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পরবর্তী মন্ত্রী যেন তাঁর মতো অসুবিধায় না পড়েন। তাঁর মতে, ক্ষমতাসীন জোটের মধ্যে একটি চুক্তিতে কাজ করা অপরিহার্য।
মার্টিন গুজম্যানের পদত্যাগের ফলে অনিশ্চয়তার মুখে পড়ল লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুদ্রা পেসো বর্তমানে ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মুদ্রাস্ফীতি ৬০ শতাংশের ওপরে। ডিজেলের ঘাটতির জন্য বিক্ষোভ করছেন ট্রাকচালকেরা।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, নতুন অর্থমন্ত্রী ঠিক করতে মন্ত্রিপরিষদের সদস্য ও মিত্রদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
আর্জেন্টিনার সাবেক অর্থসচিব মিগুয়েল কিগুয়েল রয়টার্সকে বলেন, ‘নতুন অর্থমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আসবেন, তাঁর জন্য কাজটা বেশ কঠিন হবে। মুদ্রাস্ফীতি এ বছর ৮০ শতাংশে পৌঁছাতে পারে।’
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে মার্টিন গুজম্যান মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল।
অর্থনৈতিক সংকটে ভুগছে আর্জেন্টিনা। সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে ক্ষমতাসীন জোটে দেখা দিয়েছে বিভক্তি। এর মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান। শনিবার টুইটারে শেয়ার করা সাত পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির নেতৃত্ব দিচ্ছিলেন মার্টিন গুজম্যান। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন সেটি স্পষ্ট করে না জানালেও প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে অভ্যন্তরীণ বিভাজন দূর করতে বলেছেন। টুইটারে শেয়ার করা বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পরবর্তী মন্ত্রী যেন তাঁর মতো অসুবিধায় না পড়েন। তাঁর মতে, ক্ষমতাসীন জোটের মধ্যে একটি চুক্তিতে কাজ করা অপরিহার্য।
মার্টিন গুজম্যানের পদত্যাগের ফলে অনিশ্চয়তার মুখে পড়ল লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুদ্রা পেসো বর্তমানে ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মুদ্রাস্ফীতি ৬০ শতাংশের ওপরে। ডিজেলের ঘাটতির জন্য বিক্ষোভ করছেন ট্রাকচালকেরা।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, নতুন অর্থমন্ত্রী ঠিক করতে মন্ত্রিপরিষদের সদস্য ও মিত্রদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
আর্জেন্টিনার সাবেক অর্থসচিব মিগুয়েল কিগুয়েল রয়টার্সকে বলেন, ‘নতুন অর্থমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আসবেন, তাঁর জন্য কাজটা বেশ কঠিন হবে। মুদ্রাস্ফীতি এ বছর ৮০ শতাংশে পৌঁছাতে পারে।’
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে মার্টিন গুজম্যান মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যয়সংকোচনের নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তাঁর প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে। আর এর দায়িত্ব পেয়েছেন...
৬ ঘণ্টা আগেজার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয়, বরং সম্পূরক...
৮ ঘণ্টা আগেভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৯ ঘণ্টা আগেসিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
১০ ঘণ্টা আগে