অনলাইন ডেস্ক
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের যা ব্যয় হয়ে তার বিপরীতে জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পোল্যান্ড সরকার জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধব্যয় হিসেবে দেশটি জার্মানির কাছে ১ লাখ ৩০ হাজার কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে এবং এই বিষয়ে আলোচনা করতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জরোস্লাও ক্যাজিনস্কি বলেছেন—প্রকৃতপক্ষে এই ব্যয়ের পরিমাণ হলো ৬ লাখ ২০ হাজার কোটি পোলিশ জলটি এবং এই ক্ষতিপূরণ নিতে হলে আমাদের দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
২০১৫ সালে পোল্যান্ডের ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি ক্ষমতায় আসার পর থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে বেশ সোচ্চার। দলটি ২০১৭ সাল থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে এবং দাবি করেছে এই বিষয়টি নিষ্পত্তি করা ক্ষেত্রে জার্মানির নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে জার্মানি পোল্যান্ডের এমন দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং পোল্যান্ড কর্তৃক ১৯৫৩ সালে পূর্ব জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের দাবি ত্যাগ করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে।
তবে আজ বৃহস্পতিবার ক্যাজিনস্কি নতুন করে আবারও বিষয়টিকে সমানে আনলেন। তিনি বলেছেন, ‘আমরা কেবল এই বিষয়ে প্রতিবেদনই তৈরি করিনি...আমরা এই বিষয়ে আমাদের সিদ্ধান্তও নিশ্চিত করেছি। আমরা এই বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমরা জার্মানিকে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানাব এবং আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই।’
জরোস্লাও ক্যাজিনস্কি আরও বলেন, ‘জার্মানরা পোল্যান্ড আক্রমণ করে আমাদের যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখে ফেলেছিল। এই আক্রমণ ছিল অবিশ্বাস্যভাবে অপরাধী, নিষ্ঠুর আচরণ এবং এমন প্রভাবের সৃষ্টি করেছিল যা অনেক ক্ষেত্রেই এখনো পর্যন্ত অব্যাহত।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের যা ব্যয় হয়ে তার বিপরীতে জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পোল্যান্ড সরকার জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধব্যয় হিসেবে দেশটি জার্মানির কাছে ১ লাখ ৩০ হাজার কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে এবং এই বিষয়ে আলোচনা করতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জরোস্লাও ক্যাজিনস্কি বলেছেন—প্রকৃতপক্ষে এই ব্যয়ের পরিমাণ হলো ৬ লাখ ২০ হাজার কোটি পোলিশ জলটি এবং এই ক্ষতিপূরণ নিতে হলে আমাদের দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
২০১৫ সালে পোল্যান্ডের ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি ক্ষমতায় আসার পর থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে বেশ সোচ্চার। দলটি ২০১৭ সাল থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে এবং দাবি করেছে এই বিষয়টি নিষ্পত্তি করা ক্ষেত্রে জার্মানির নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে জার্মানি পোল্যান্ডের এমন দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং পোল্যান্ড কর্তৃক ১৯৫৩ সালে পূর্ব জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের দাবি ত্যাগ করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে।
তবে আজ বৃহস্পতিবার ক্যাজিনস্কি নতুন করে আবারও বিষয়টিকে সমানে আনলেন। তিনি বলেছেন, ‘আমরা কেবল এই বিষয়ে প্রতিবেদনই তৈরি করিনি...আমরা এই বিষয়ে আমাদের সিদ্ধান্তও নিশ্চিত করেছি। আমরা এই বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমরা জার্মানিকে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানাব এবং আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই।’
জরোস্লাও ক্যাজিনস্কি আরও বলেন, ‘জার্মানরা পোল্যান্ড আক্রমণ করে আমাদের যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখে ফেলেছিল। এই আক্রমণ ছিল অবিশ্বাস্যভাবে অপরাধী, নিষ্ঠুর আচরণ এবং এমন প্রভাবের সৃষ্টি করেছিল যা অনেক ক্ষেত্রেই এখনো পর্যন্ত অব্যাহত।’
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
১ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
৩ ঘণ্টা আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
৪ ঘণ্টা আগে