অনলাইন ডেস্ক
গতকাল রোববার জার্মানিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ বছর দেশটির চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন অ্যাঙ্গেলা মার্কেল। তাঁর উত্তরসূরি খুঁজে পেতে গতকাল রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন জার্মানরা। নির্বাচনের আগে থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। সাময়িক ফলে দেখা গেছে, বিদায়ী চ্যান্সেলর মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ভোটে পিছিয়ে রয়েছে। ভোটে এগিয়ে রয়েছে মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-বামপন্থী দল এসপিডি ২৫ দশমিক ৮ শতাংশ, মার্কেলের দল সিডিইউ ও তাঁদের জোটসঙ্গী সিএসইউ ২৪ দশমিক ১ শতাংশ, গ্রিন পার্টি ১৪ দশমিক ৬ শতাংশ, ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি) ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ দশমিক ৫ শতাংশ ও লেফট পার্টি ৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে।
এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শোলজ বলেছেন, 'ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁরা তাঁকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান। তাঁর দল এসপিডি স্পষ্ট ম্যান্ডেট পেতে যাচ্ছে।'
সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, 'আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব। কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার ৷'
গ্রিন পার্টির চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক বলেন, 'আমরা আরও ভালো ফল চেয়েছিলাম ৷ কিন্তু আমরা তা পাইনি ৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম-আমারও ভুল ছিল।'
জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলে জানিয়েছে, রাজনৈতিক দলগুলো জলবায়ু ও গণপরিবহন, অভিবাসন, সামাজিক সুরক্ষা ও আবাসন, আয়কর, পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি বিষয়ে নানামুখী প্রতিশ্রুতি দিয়েছে।
রক্ষণশীল দল হিসেবে পরিচিত ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পুনরায় ক্ষমতায় এলে পরিবেশ বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় কাজ করার ঘোষণা দিয়েছে। এছাড়া দলটি কর ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ২০২৫ সালের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ১৫ লাখেরও বেশি নতুন ঘর বানানোর ওপর গুরুত্ব দিচ্ছে। ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের ওপর ধার্যকৃত কর কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ভোটারদের মন জয় করতে বামপন্থী দল এসপিডিও নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে ৷ দলটি ক্ষমতায় এলে ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে রেলের ভাড়া কমানো হবে। ক্ষমতায় এলে অভিবাসনের ক্ষেত্রে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করবে না দলটি। এছাড়া বেশি মাত্রায় আশ্রয়প্রার্থীদের পরিবারকে জার্মানিতে আসার সুযোগ দেওয়া, অবসরকালীন ভাতা মানানসই অবস্থানে রাখা, ঘণ্টায় ন্যূনতম মজুরি ১২ ইউরো করাসহ নানামুখী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পরিবেশ নিয়ে অন্য দলগুলোর চেয়ে বেশি সচেতন বলে পরিচিত গ্রিন পার্টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাটসহ নানা খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে ৷ গ্রিন পার্টি ২০৩০ সাল থেকে রাস্তায় কার্বন ডাই-অক্সাউড নির্গমন করে এমন গাড়ি রাখতে চায় না। দলটি মনে করে, অভিবাসনের জন্য উপযোগী দেশ হলেও অভিবাসনকে সহজ করতে জার্মানিতে প্রয়োজনীয় আইনের ঘাটতি রয়েছে ৷ তাই ক্ষমতায় এলে অভিবাসন প্রক্রিয়া আরও দৃঢ় করতে এবং অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টিকে সহজ করতে কাজ করতে চায় দলটি ৷ এছাড়া মাসিক বেতনের অন্তত ৪৮ শতাংশ অবসর ভাতা হিসেবে দেওয়া, ন্যাটো বাহিনীর সঙ্গে সম্পর্ক বজায় রাখাসহ নানান পরিকল্পনা রয়েছে গ্রিন পার্টির।
গতকাল রোববার জার্মানিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ বছর দেশটির চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন অ্যাঙ্গেলা মার্কেল। তাঁর উত্তরসূরি খুঁজে পেতে গতকাল রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন জার্মানরা। নির্বাচনের আগে থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। সাময়িক ফলে দেখা গেছে, বিদায়ী চ্যান্সেলর মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ভোটে পিছিয়ে রয়েছে। ভোটে এগিয়ে রয়েছে মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-বামপন্থী দল এসপিডি ২৫ দশমিক ৮ শতাংশ, মার্কেলের দল সিডিইউ ও তাঁদের জোটসঙ্গী সিএসইউ ২৪ দশমিক ১ শতাংশ, গ্রিন পার্টি ১৪ দশমিক ৬ শতাংশ, ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি) ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ দশমিক ৫ শতাংশ ও লেফট পার্টি ৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে।
এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শোলজ বলেছেন, 'ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁরা তাঁকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান। তাঁর দল এসপিডি স্পষ্ট ম্যান্ডেট পেতে যাচ্ছে।'
সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, 'আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব। কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার ৷'
গ্রিন পার্টির চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক বলেন, 'আমরা আরও ভালো ফল চেয়েছিলাম ৷ কিন্তু আমরা তা পাইনি ৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম-আমারও ভুল ছিল।'
জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলে জানিয়েছে, রাজনৈতিক দলগুলো জলবায়ু ও গণপরিবহন, অভিবাসন, সামাজিক সুরক্ষা ও আবাসন, আয়কর, পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি বিষয়ে নানামুখী প্রতিশ্রুতি দিয়েছে।
রক্ষণশীল দল হিসেবে পরিচিত ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পুনরায় ক্ষমতায় এলে পরিবেশ বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় কাজ করার ঘোষণা দিয়েছে। এছাড়া দলটি কর ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ২০২৫ সালের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ১৫ লাখেরও বেশি নতুন ঘর বানানোর ওপর গুরুত্ব দিচ্ছে। ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের ওপর ধার্যকৃত কর কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ভোটারদের মন জয় করতে বামপন্থী দল এসপিডিও নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে ৷ দলটি ক্ষমতায় এলে ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে রেলের ভাড়া কমানো হবে। ক্ষমতায় এলে অভিবাসনের ক্ষেত্রে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করবে না দলটি। এছাড়া বেশি মাত্রায় আশ্রয়প্রার্থীদের পরিবারকে জার্মানিতে আসার সুযোগ দেওয়া, অবসরকালীন ভাতা মানানসই অবস্থানে রাখা, ঘণ্টায় ন্যূনতম মজুরি ১২ ইউরো করাসহ নানামুখী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পরিবেশ নিয়ে অন্য দলগুলোর চেয়ে বেশি সচেতন বলে পরিচিত গ্রিন পার্টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাটসহ নানা খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে ৷ গ্রিন পার্টি ২০৩০ সাল থেকে রাস্তায় কার্বন ডাই-অক্সাউড নির্গমন করে এমন গাড়ি রাখতে চায় না। দলটি মনে করে, অভিবাসনের জন্য উপযোগী দেশ হলেও অভিবাসনকে সহজ করতে জার্মানিতে প্রয়োজনীয় আইনের ঘাটতি রয়েছে ৷ তাই ক্ষমতায় এলে অভিবাসন প্রক্রিয়া আরও দৃঢ় করতে এবং অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টিকে সহজ করতে কাজ করতে চায় দলটি ৷ এছাড়া মাসিক বেতনের অন্তত ৪৮ শতাংশ অবসর ভাতা হিসেবে দেওয়া, ন্যাটো বাহিনীর সঙ্গে সম্পর্ক বজায় রাখাসহ নানান পরিকল্পনা রয়েছে গ্রিন পার্টির।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৪ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৫ ঘণ্টা আগে