অনলাইন ডেস্ক
ব্রিটেনের নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী বাসভবনের সামনে নিজের পদত্যাগের ঘোষণা দেন সুনাক।
এর পরপরই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এরই মধ্যে রাজা চার্লস ঋষি সুনাকের পদত্যাগ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ঋষি সুনাক আজ (শুক্রবার) সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ট্রেজারির প্রথম লর্ডের পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি রাজা চার্লস সদয়ভাবে গ্রহণ করছেন।
বাসভবনের সামনে বিদায়ী বক্তব্যে সুনাক বলেন, ‘সবার আগে আমি বলতে চাই, আমি দুঃখিত। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের জন্য দায় স্বীকার করছি।’
তিনি আরও বলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ।’
ভাষণ দেওয়ার আগমুহূর্তে সুনাক নিজের এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আপনারা (জনগণ) নিজেদের রায় দিয়েছেন এবং এটিই গুরুত্বপূর্ণ।’
পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বাকিংহাম প্যালেস ছেড়ে চলে গেছেন ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।
বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো দুটি আসনের ফল প্রকাশ বাকি।
যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।
ব্রিটেনের নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী বাসভবনের সামনে নিজের পদত্যাগের ঘোষণা দেন সুনাক।
এর পরপরই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এরই মধ্যে রাজা চার্লস ঋষি সুনাকের পদত্যাগ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ঋষি সুনাক আজ (শুক্রবার) সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ট্রেজারির প্রথম লর্ডের পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি রাজা চার্লস সদয়ভাবে গ্রহণ করছেন।
বাসভবনের সামনে বিদায়ী বক্তব্যে সুনাক বলেন, ‘সবার আগে আমি বলতে চাই, আমি দুঃখিত। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের জন্য দায় স্বীকার করছি।’
তিনি আরও বলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ।’
ভাষণ দেওয়ার আগমুহূর্তে সুনাক নিজের এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আপনারা (জনগণ) নিজেদের রায় দিয়েছেন এবং এটিই গুরুত্বপূর্ণ।’
পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বাকিংহাম প্যালেস ছেড়ে চলে গেছেন ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।
বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো দুটি আসনের ফল প্রকাশ বাকি।
যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে হামাস...
৩৩ মিনিট আগেপশ্চিম ইংল্যান্ডের উইলস্টায়ার শহরে স্বামী পিটারকে নিয়ে বাস করেন রুথ ডোইল। ২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি বিজয়ী ছিলেন তিনি। ১ মিলিয়ন পাউন্ডের এই লটারি তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু লটারি বিজয়ের সেই খবরটি তিনি প্রায় ২ মাস পর জানতে পেরেছিলেন...
৩৬ মিনিট আগেরাশিয়া ইউক্রেনে এবার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা করেছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ইউক্রেন রাশিয়ায় মার্কিন নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার...
২ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো উপমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
২ ঘণ্টা আগে